আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
আবাসন ব্যবসায়ীকে আদালতে হাজিরের নির্দেশ

ইমারত নির্মাণ আইনের মামলায় নগরের বাকলিয়ায় গড়ে উঠা একটি ভবনের নির্মাণকারী প্রতিষ্ঠান মার্সল্যান্ড বিল্ডার্সের চেয়ারম্যান মাহমুদ হোসেনকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বিশেষ আদালত।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিশেষ আদালতের বিচারক সাইফুল আলম চৌধুরী এ নির্দেশ দেন।

এর আগে ভবন মালিক হালিমা খাতুনের বিরুদ্ধে ইমারত নির্মাণ আইনে মামলা দায়ের করে সিডিএর অথরাইজড বিভাগ।

আদালতের বেঞ্চ সহকারি মো. ফয়েজ বাংলানিউজকে বলেন,  ভবনটি নির্মাণে ভূমি মালিক হালিমা খাতুনের সঙ্গে মার্সল্যান্ড বিল্ডার্সের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ভবনটি নির্মাণে সম্পূর্ণ অর্থায়নের পাশাপাশি যাবতীয় কাজ করবে মার্সল্যান্ড বিল্ডার্স। নির্মাণ শেষে ৪০ শতাংশ হালিমা খাতুন ও ৬০ শতাংশ মার্সল্যান্ড বিল্ডার্স ভোগ করবে।

তিনি আরও বলেন, ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করে ভবনটি নির্মাণ করে মার্সল্যান্ড বিল্ডার্স। কিন্তু সিডিএ অথরাইজড বিভাগ মামলা দায়ের করে ভূমি মালিকের বিরুদ্ধে। এজন্য মার্সল্যান্ড বিল্ডার্স কর্তৃপক্ষকে কেন মামলায় আসামি করা হবে না; সেটি সিডিএর অথরাইজড বিভাগকে জবাব দিতে বলেছেন আদালত। পাশাপাশি মার্সল্যান্ড বিল্ডার্সের চেয়ারম্যান মাহমুদ হোসেনকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন। বাংলানিউজ২৪