
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে নগর ভবনে অনুষ্ঠিত এক সভায় ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম এসব কথা বলেন।
মেয়র বলেন, ডিএনসিসির উত্তরা অঞ্চল (অঞ্চল-১) থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হবে। অঞ্চল-১–এর সড়ক ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শেষ হওয়ার পরে অন্যান্য অঞ্চলেও অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হবে। তিনি বলেন, সড়ক ও ফুটপাত দখল করে কোনো ধরনের বাণিজ্য করতে দেওয়া হবে না। পথচারীদের জিম্মি করে দখল–বাণিজ্য সহ্য করা হবে না।
দলমত-নির্বিশেষে সবাইকে ফুটপাত অবৈধ দখলমুক্ত করার আহ্বান জানিয়ে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, সড়ক ও ফুটপাত দখল করে যারা নির্মাণসামগ্রী রাখে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি উচ্ছেদ অভিযান শুরু হওয়ার আগেই অবৈধভাবে দখল করে রাখা সড়ক ও ফুটপাত ছেড়ে দেওয়ার আহ্বান জানান।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, সড়ক ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএমপি সব ধরনের সহযোগিতা করবে।
সভায় ঢাকা-১৭ আসনের সাংসদ আকবর হোসেন ফারুক পাঠান, ঢাকা-১৬ আসনের সাংসদ মো. ইলিয়াস উদ্দিন মোল্লা, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রথম আলো
মন্তব্য