আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
একনেকে পাশ হলো রোহিঙ্গাদের আবাসনসহ কয়েকটি প্রকল্প

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় পাশ হলো রোহিঙ্গাদের আবাসনসহ কয়েকটি প্রকল্প।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় শুরু হওয়া এ সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য এই প্রকল্পসহ মোচ ৮টি প্রকল্প উত্থাপন করেছিল পরিকল্পনা কমিশন।

আলোচনার টেবিলে তোলা প্রকল্পগুলোর মধ্যে আছে ভাসানচরে ১ লাখ রোহিঙ্গার নিরাপদ আবাসন তৈরি, জাতীয় সংসদ ভবনের আধুনিকায়ন ও এমপিদের আবাসন নির্মাণ প্রকল্প।

আজকের একনেক সভায় অনুমোদন পেলো শেখ কামাল আইটি প্রশিক্ষণ সেন্টার ও আর্মড ফোর্সেস প্যাথলজি ইনস্টিটিউট নির্মাণ প্রকল্প। এর পাশাপাশি খুলনা, বরিশাল ও সিরাজগঞ্জের বেশ কিছু আঞ্চলিক সড়ক নির্মাণ প্রকল্প এবং খাদ্য শস্যের পুষ্টিমান রক্ষায় আধুনিক গবেষণাগার নির্মাণ প্রকল্প অনুমোদন পাশ হয়েছে একনেক সভায়। সভাশেষে অনুমোদিত প্রকল্প ও বাস্তবায়ন কৌশল নিয়ে সাংবাদিকদের ব্রিফ করার কথা আছে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের।