আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
ফ্ল্যাটের নিবন্ধন ব্যয় আরও কমানো হোক

ফ্ল্যাটের নিবন্ধন ব্যয় ইতিমধ্যে সরকার কিছুটা কমিয়েছে। আমরা চাই আগামী বাজেটে সেটা ৫ বছরের জন্য সর্বোচ্চ ৫ শতাংশ করা হোক। বর্তমান পরিস্থিতিতে বিনা প্রশ্নে অপ্রদর্শিত অর্থ আবাসনসহ অন্যান্য কর্মসংস্থান সৃষ্টিকারী খাতে বিনিয়োগের সুযোগ দিতে হবে।

করোনার সংক্রমণ রোধে লকডাউন শুরুর পর থেকে আমাদের সব প্রকল্পের কাজ বন্ধ হয়ে গেছে। দুই মাস বিক্রিই হয়নি। কোনো ক্রেতা কিস্তি দেননি।

সাধারণ ছুটিতে দীর্ঘদিন কাজ বন্ধ ছিল। এখন শুরু হলেও পুরো সক্ষমতা দিয়ে কাজ করা যাবে না। তাতে ফ্ল্যাট হস্তান্তরে সময় লাগবে। আশার কথা, ক্রেতা ও জমির মালিকেরা বিষয়টি মেনে নিচ্ছেন।

করোনার কারণে অর্থনীতি সংকটে পড়েছে। নতুন বিনিয়োগের পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাড়লে অর্থনীতি আগের জায়গায় ফিরবে।

আবাসন খাতকে চাঙা করতে স্বল্প সুদে ঋণ দিতে হবে। সরকারি কর্মচারীদের আবাসন নিশ্চিতে যেভাবে ঋণ দেওয়া হচ্ছে, তেমনটি আমরা সাধারণ মানুষের জন্যও চাই। প্রথম আলো