পরিকল্পনা বিভাগে ফিরে গেলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ড. সাঈদ হাসান শিকদার।
অতিরিক্ত সচিব পদমর্যাদার এই কর্মকর্তাকে পরিকল্পনা বিভাগে সংযুক্ত করে বৃহস্পতিবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
এর আগে, গত ১৫ ফেব্রুয়ারি রাজউকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান পরিকল্পনা বিভাগে সংযুক্ত প্রধান (শিল্প ও শক্তি বিভাগ) সাঈদ হাসান শিকদার।
জানা গেছে, দায়িত্ব নেয়ার পর পূর্বাচল নতুন শহর প্রকল্পের ক্ষতিগ্রস্ত ক্যাটাগরির সাড়ে ১২শ’ প্লট বরাদ্দ সংক্রান্ত বিষয় নিয়ে অস্বস্তিকর অবস্থায় পড়েন সাঈদ হাসান শিকদার। তাই যোগদানের পরপরই ছুটি নেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাজউকের সাবেক চেয়ারম্যান সাঈদ নূর আলমের বিদায়ের সময় সাড়ে ১২শ’ প্লট বরাদ্দ দেয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু এ বিষয়ে মামলা চলমান থাকায় তিনি সিদ্ধান্ত নিতে পারেননি। নতুন চেয়ারম্যান দায়িত্ব নেয়ার পরপরই এই প্লটগুলোর বরাদ্দ দেয়ার জন্য চাপ আসে। এই পরিস্থিতিতে ছুটি নেন তিনি।
সাঈদ হাসানকে সরানো হলেও বৃহস্পতিবার রাত পর্যন্ত নতুন কাউকে রাজউকের চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়নি। জাগোনিউজ