
পুঁজিবাজার তালিকাভূক্ত ব্যাংক খাতের কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) বেতন সবচেয়ে বেশি। আর সবচেয়ে কম বেতন পাচ্ছে ন্যাশনাল ব্যাংকের এমডি। কোম্পানির ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, চলতি বছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন) ইস্টার্ন ব্যাংকের এমডি বেতন পেয়েছে ১ কোটি টাকা। একই সময়ে ন্যাশনাল ব্যাংকের এমডি পেয়েছে ৮ লাখ ৪৫ হাজার টাকা।
সবোর্চ্চ বেতনের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি। ওই ৬ মাসে এমডি বেতন পেয়েছে ৯৫ লাখ ১৭ হাজার টাকা। তৃতীয় অবস্থানে রয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এমডি। ওই সময়ে এমডি বেতন পেয়েছে ৯২ লাখ ৮৪ হাজার টাকা। চতুর্থ অবস্থানে রয়েছে এক্সিম ব্যাংকের এমডি। ওই সময়ে এমডি বেতন পেয়েছে ৮৭ লাখ ২৬ হাজার টাকা। পঞ্চম অবস্থানে রয়েছে দি সিটি ব্যাংকের এমডির বেতন। ওই সময়ে এমডি বেতন পেয়েছে ৮২ লাখ ১৭ হাজার টাকা।
এরপর সবোর্চ্চ বেতনের দিক দিয়ে রয়েছে যথাক্রমে মার্কেন্টাইল ব্যাংকের এমডির ৮০.৮১ লাখ টাকা, ঢাকা ব্যাংকের এমডির ৭৯.৬৫ লাখ টাকা, শাহজালাল ইসলামী ব্যাংকের এমডির ৭৬.০৩ লাখ টাকা, উত্তরা ব্যাংকের এমডির ৭৫.৬০ লাখ টাকা, আইএফআইসি ব্যাংকের এমডির ৭৫.৬০ লাখ টাকা, প্রিমিয়ার ব্যাংকের এমডির ৭৪ লাখ টাকা, আইসিবি ইসলামী ব্যাংকের এমডির ৬৯.৯১ লাখ টাকা, ট্রাস্ট ব্যাংকের এমডির ৬৮.৩৬ লাখ টাকা, যমুনা ব্যাংকের এমডির ৬৬.৫০ টাকা, ওয়ান ব্যাংকের এমডির ৬৬.১০ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের এমডির ৬৫.৭৪ লাখ টাকা, ব্যাংক এশিয়ার এমডির ৬২ লাখ টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডির ৫৯.৫১ লাখ টাকা, প্রাইম ব্যাংকের এমডির ৫৭.৯৮ লাখ টাকা, ইসলামী ব্যাংকের এমডির ৫৬ লাখ টাকা, ডাচ-বাংলা ব্যাংকের এমডির ৫২.৪৮ লাখ টাকা, স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডির ৫০.২০ লাখ টাকা, সাউথইস্ট ব্যাংকের এমডির ৫০.০১ লাখ টাকা, পূবালী ব্যাংকের এমডির ৪৮ লাখ টাকা, সোস্যাল ইসলামী ব্যাংকের এমডির ৪৭.৭৪ লাখ টাকা, ইউসিবির এমডির ৪৪.৩৮ লাখ টাকা, এবি ব্যাংকের এমডির ৩৮.৪১ লাখ টাকা, এনসিসি ব্যাংকের এমডির ২৫.৩৫ লাখ টাকা, রূপালি ব্যাংকের এমডির ২৪ লাখ টাকা
এদিক পুঁজিবাজারে ব্যাংক খাতের রয়েছে ৩০টি কোম্পানির। তালিকাভুক্ত এসব ব্যাংকের মধ্যে ১৮টি বা ৬০ শতাংশ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) বেতন বৃদ্ধি পেয়েছে। অপরদিক ১০টি কোম্পানির এমডির বেতন পূর্বের তুলনায় কমেছে। বাকী দুই কোম্পানির এমডির বেতন অপরিবর্তিত রয়েছে। ২০১৬ সালের প্রথমার্ধের বেতন সঙ্গে ২০১৭ সালের প্রথমার্ধের বেতন তুলনায় করলেই এই বেতন বৃদ্ধি চিত্র ফুঠে ওঠেছে।