আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com

সিআইপি হিসেবে নির্বাচিত হলেন রিহ্যাব প্রেসিডেন্ট জনাব আলমগীর শামসুল আলামিন কাজল -

সিআইপি হিসেবে নির্বাচিত হলেন রিহ্যাব প্রেসিডেন্ট জনাব আলমগীর শামসুল আলামিন কাজল

সিআইপি (কমার্শিয়াল ইম্পরট্যান্ট পার্সন) হিসেবে নির্বাচিত হয়েছেন রিহ্যাব এর সম্মানিত প্রেসিডেন্ট জনাব আলমগীর শামসুল আলামিন কাজল। আজ প্যান প্যসিফিক সোনারগাঁও হোটেলে তার নিকট এ কার্ড হস্তান্তর করেন বাণ্যিমন্ত্রী জনাব টিপু মুনশি এমপি।

পণ্য রপ্তানিতে অবদান রাখায় দেশের ১৩৮ জন ব্যবসায়ীকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে নির্বাচন করেছে সরকার। এ ছাড়া ট্রেড ক্যাটাগরি থেকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের ৩৮ পরিচালক পেয়েছেন সিআইপি মর্যাদা। দুই ধরনের সিআইপি মিলিয়ে মোট ১৭৬ জনের নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

দেশের রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সরকার সিআইপি (রপ্তানি) নীতিমালা-২০১৩ অনুযায়ী এই ব্যক্তিদের সিআইপি নির্বাচিত করেছে। নির্বাচিত ব্যক্তিরা (রপ্তানি) আগামী এক বছরের জন্য সব ধরনের সিআইপি সুবিধা ভোগ করবেন। এক বছর পার হওয়ার পরে পরবর্তী বছরে সিআইপি ঘোষণা না হওয়া পর্যন্ত তাঁদের মেয়াদ থাকবে। তবে এফবিসিসিআই থেকে নির্বাচিত সিআইপিদের মেয়াদ তাঁদের সংগঠনের পদে বহাল থাকা অথবা পরবর্তী সিআইপি ঘোষণা, যেটি আগে হয় সে পর্যন্ত কার্যকর থাকবে।