আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com

 ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামছে রিহ্যাব  »

 ডেঙ্গু  প্রতিরোধে মাঠে নামছে রিহ্যাব 

এডিশ মশা প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে নির্মাণাধীন প্রকল্পগুলো পরিদর্শনে যাবে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। একইসময়ে এডিশ মশার লার্ভামুক্ত প্রকল্পগুলোকে পুরস্কার দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।শনিবার (৪ জুন) রিহ্যাবের উদ্যোগে “আবাসন খাতের নির্মাণাধীন প্রকল্পে এডিশ মশা প্রতিরোধে করণীয় শীর্ষক” মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রিহ্যাব কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার।

সভায় রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (প্রথম) কামাল মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট-৩ লায়ন শরীফ আলী খান, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা, রিহ্যাব পরিচালনা পর্ষদের বিভিন্ন পরিচালকবৃন্দসহ বিভিন্ন রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।

আবাসন খাতের নির্মাণাধীন প্রকল্প থেকে যেন কোন অবস্থাতেই ডেঙ্গু রোগের বাহক এডিশ মশা ছড়াতে না পারে সেজন্য প্রকল্প সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান জানান রিহ্যাব নেতারা। জমে থাকা পুরস্কার পানিতে এডিস মশা বংশবৃদ্ধি করে। এজন্য অবশ্যই তিন দিনের মধ্যে প্রকল্পে জমে থাকা পানি পুরস্কার করতে হবে অথবা মশানাশক ঔষুধ প্রয়োগ করার কথা বলা হয় মতবিনিময় সভায়। এ সভায় অংশগ্রহণকারী প্রতিনিধিরা নানাবিধ পরামর্শ তুলে ধরেন।

এডিশ মশা যেন ছড়াতে না পারে এজন্য সচেতনতামূলক কর্মসূচির আওতায় চলতি জুন মাস হতে রিহ্যাবের পক্ষ থেকে বিভিন্ন নির্ধাণাধীন প্রকল্প পরিদর্শন করার সিদ্ধান্ত গৃহীত হয়। যাদের প্রকল্পে কোন লার্ভা পাওয়া যাবে না তাদের পুরস্কার দেওয়ার ঘোষণা দেয় সংগঠনটি।