আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
রিহ্যাব ফেয়ার-২০১৭ এর তিন ক্যাটাগরিতে দরপ্রত্র আহ্বান

২১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে রিহ্যাব ফেয়ার-২০১৭। এই মেলার তিন ক্যাটগারিতে দরপত্র আহ্বান করেছে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। আজ দৈনিক প্রথম আলো এবং বাংলাদেশ প্রতিদিনে প্রকাশ হয়েছে মেলার দরপত্র সংক্রান্ত নোটিশ।

ইভেন্ট, মিডিয়া এবং ফুড এই তিন ক্যাটাগরিতে দরপত্র আহ্বান করা হয়েছে। ইভেন্ট এর জন্য চল্লিশ হাজার, মিডিয়ার জন্য ত্রিশ হাজার এবং ফুড এর দরপত্রে অংশগ্রহণ করার জন্য বিশ হাজর টাকার ব্যাংক ড্রাফট লাগবে।

দরপত্রের ক্রয়ের শেষ দিন ১৭ অক্টোবর। ২১ অক্টোবর দরপত্র সবার সামনে খোলা হবে। অংশগ্রহণ করা প্রতিষ্ঠানগুলো মধ্যে যাচাই বাছাই করে তিন ক্যাটাগরিতে মেলার জন্য ৩টি প্রতিষ্ঠান নির্ধারণ করবে রিহ্যাব।