আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
২৭ ফেব্রুয়ারি রিহ্যাব নির্বাচন, লড়াই ৪ গ্রুপের।

আগামী ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর পরিচালনা পর্ষদ নির্বাচন (২০২৪-২৬) অনুষ্ঠিত হবে। নির্বাচনে ঢাকা থেকে ২৬ পদের বিপরীতে ৮৬ জন এবং চট্টগ্রামে ৩ জনের বিপরীতে ৭ জন প্রতিদ্বন্দ্বীতা করবেন। অনেকের সাথে কথা বলে জানা গেছে ৯৩ জন প্রার্থী ৪ গ্রুপে বিভক্ত হয়ে নির্বাচনে লড়াই করবেন। নানা বাঁধা বিপত্তি পেরিয়ে ১৬ বছর পর রিহ্যাবে নির্বাচন হতে যাচ্ছে।

আজ নির্বাচন বোর্ড চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে। মোট ৪ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন। নির্বাচন বিআইসিসিতে আয়োজনের কথা থাকলেও সেখানে রাষ্ট্রপতির অনুষ্ঠান থাকায় সেখানে হচ্ছে না।

জাপান গার্ডেন সিটির এমডি ওয়াহিদুজ্জামান এবং লিয়াকত আলী ভূইয়ার নেতৃত্বে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ, বিশ্বাস বিল্ডার্স এর এমডি নজরুল ইসলাম দুলাল এর নেতৃত্বে নবজাগরণ, বিটিআই এর উপদেষ্টা আরশি হায়দার ও এম.জি.আর. নাসির মজুমদার এর নেতৃত্বে ডেভেলপারস ফোরাম এবং ইন্তেখাবুল হামিদ এর নেতৃত্বে নবধারা প্যানেল এ নির্বাচন হবে। জয়ের ব্যাপারেও স্ব স্ব প্রার্থীরা আশাবাদী। আনুষ্ঠানিকভাবে প্যানেল তৈরি করার নিয়ম না থাকলেও এখন পর্যন্ত চারটি প্যানেল এ বিভক্ত হয়ে পড়েছেন প্রার্থীরা ।

গত ৪ জানুয়ারি প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। সেখানে ঢাকা এবং চট্টগ্রাম থেকে ৪৪৮ জন প্রতিনিধি ভোটার তালিকায় স্থান পান। প্রায় ৮০ প্রতিনিধি বাদ পড়েন। বাদ পড়া কোম্পানিগুলো পরে আপিল করলে সেখান থেকে ২৮ জন ভোটার হতে পানে। ১৫ তালিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয় রিহ্যাব এর ওয়েব সাইট এবং নোটিশ বোর্ড এ। এবারের মোট ভোটার ৪৭৬ জন।