আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
রিহ্যাব নির্বাচন ২৭ ফেব্রুয়ারি, ভেন্যু কেআইবি

রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন বাংলাদেশ(রিহ্যাব)এর ২০২৪-২৬ মেয়াদী দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ পূর্বনির্ধারিত সময়সুচি অনুযায়ী আগামি ২৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। পূর্বনির্ধারিত ভেন্যু ফার্মগেট কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (কেআইবি)তে সকাল ১০ টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।নির্বাচনে ঢাকার ২৯ পরিচালক পদের বিপরীতে লড়ছেন ৮৬ জন প্রার্থী। আর চট্টগ্রামের তিনটি পরিচালক পদের বিপরীতে প্রার্থী আছেন ৭জন। সদস্যদের মধ্য থেকে মোট ভোটার হয়েছেন ৪৭৬ জন। 

জাপান গার্ডেন সিটির এমডি ওয়াহিদুজ্জামান এবং লিয়াকত আলী ভূইয়ার নেতৃত্বে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ, ইন্তেখাবুল হামিদ এর নেতৃত্বে জয়ধারা , বিশ্বাস বিল্ডার্স এর এমডি নজরুল ইসলাম দুলাল এর নেতৃত্বে নবজাগরণ এবং বিটিআই এর উপদেষ্টা আরশি হায়দার ও এম.জি.আর. নাসির মজুমদার এর নেতৃত্বে ডেভেলপারস ফোরাম এই প্যানেল এ নির্বাচন হবে। জয়ের ব্যাপারেও স্ব স্ব প্রার্থীরা আশাবাদী।