দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ড. প্রকৌশলী মাসুদা সিদ্দীক রোজী পিইঞ্জ, এমপিকে রিহ্যাব এর পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। আজ ২০ মার্চ, ২০২৪ তারিখে রিহ্যাব সচিবালয়ে রিহ্যাব এর পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রিহ্যাব প্রেসিডেন্ট মোঃ ওয়াহিদুজ্জামান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) আব্দুর রাজ্জাক, পরিচালক মোঃ মোবারক হোসেন, সুরুজ সরদার, সেলিম রাজা পিন্টু, মোহাম্মদ লাবিব বিল্লাহ, মোঃ এমদাদুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
ড. প্রকৌশলী মাসুদা সিদ্দীক রোজী পিইঞ্জ, এমপি রিহ্যাব এর সাবেক পরিচালক এবং রিহ্যাব ট্রেনিং ইনস্টিটিউট এর সাবেক চেয়ারম্যান। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আবাসন খাতের নানা সমস্যা এবং সম্ভাবনা মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে সমাধান করে এই খাতকে সামনে এগিয়ে নেওয়ার কথা বলেন।