আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com

রিহ্যাব গণতান্ত্রিক নির্বাচনের পথ দেখিয়েছে -

রিহ্যাব গণতান্ত্রিক নির্বাচনের পথ দেখিয়েছে

রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) সাম্প্রতিক সময়ে গণতান্ত্রিক নির্বাচনের পথ দেখিয়েছে বলে মনে করছেন সংগঠনের সাথে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। একযুগেরও বেশি সময় ধরে গণতান্ত্রিকভাবে কোন নির্বাচন হচ্ছিল না এই সংগঠনে। বিগত প্রায় এক যুগ ধরে অন্যায় ভাবে ক্ষমতা কুক্ষিগত করে কয়েজন ব্যাক্তি রিহ্যাব পরিচালনা করে আসছিলেন এমন অভিযোগ সাধারণ রিহ্যাব সদস্যদের। রিহ্যাব পরিচালনা পর্ষদের অন্যায় কার্যক্রমের প্রতিবাদ করায় তৎকালীন পরিচালনা পর্ষদের কয়েকজন তাদের ইচ্ছেমত বিভিন্ন সময় বহিস্কার করে।

তৎকালীন কমিটির লোকজন নানা ছলচাতুরি করে নির্বাচন ছাড়াই দায়িত্ব পালন করে আসছিলেন। পরবর্তীতে কমিটির সাধারণ সদস্যরা মহামান্য সুপ্রিম কোর্ট থেকে আদেশ নিয়ে নির্বাচনের ব্যবস্থা করে। সুপ্রিম কোর্ট বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে প্রশাসক নিয়োগ দেন। বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সব সদস্যদের নিয়ে একটি প্রশ্নবিহীন নির্বাচন সম্পন্ন করে। এই নির্বাচন ব্যবসায়ীদের বিভিন্ন মহলে প্রসংসিত হয় এবং অনেকে মনে করেন রিহ্যাব এর ওই নির্বাচন বাণিজ্য সংগঠনের নির্বাচনের মডেল।

উক্ত নির্বাচনে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ, জয় ধারা, ডেভেলপারস ফোরাম ও নবজাগরণ নামে ৪টি প্যানেল প্রতিদ্বন্দ্বীতা করে। রিহ্যাবের ২০২৪-২৬ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে ২৯টি পদের মধ্যে ২৫টিতে জয়ী হয় আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ। নির্বাচনে মোট ৯৩ জন্য পরিচালক পদে প্রতিদ্বন্দ্বীতা করেন।  নির্বাচন সাধারণ সদস্যদের মিলন মেলায় পরিণত হয়। মোট ভোটারের প্রায় ৯০ শতাংশ রিহ্যাব সদস্য নির্বাচনে ভোট প্রদান করেন।

কয়েকজন রিহ্যাব সদস্য বলেন, রিহ্যাব এ যে গণতান্ত্রিকভাবে নির্বাচন শুরু হলো তা রিহ্যাবকে ব্যবসায়ী মহলে ইতিবাচক হিসেবে তুলে ধরবে।