বন্যাদুর্গত প্রত্যন্ত এলাকায় রিহ্যাব এর ত্রাণ বিতরণ
টানা বৃষ্টি এবং ভারতের ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়ায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখছে বাংলাদেশ। এতে দেশের ৯ জেলার কয়েক লাখ মানুষের জীবন বিপর্যয়ের মুখে। সামাজিক মাধ্যমে উঠে আসছে আটকে পড়াদের আর্তনাদ; জীবন বাঁচাতে আকুতি জানিয়েছেন তারা।বন্যার পানি আসতে আসতে কমে আসলেও নাগরিকরা পড়েছেন খাদ্য সংকট সহ নানাবিধ মানবিক সংকটে। সেই মানবিক সংকটে বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে রিহ্যাব।
ভয়াবহ বন্যাদুর্গত এলাকায় ৩১ আগস্ট শনিবার রিহ্যাব এর পক্ষ থেকে নোয়াখালী, লক্ষীপুর, ফেনী জেলার প্রত্যন্ত এলাকায় বন্যা দূর্গত পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় উপহার সামগ্রী প্রদান করা হয়। রিহ্যাব পরিচালক ড. মোঃ হারুন অর রশিদ এবং মুহাম্মদ লাবিব বিল্লাহ প্রত্যন্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এই ত্রাণ বিতরণ করেন। সঠিক লোক এর হাতে যেন ত্রাণ পৌঁছায় এ জন্য তাদের নেতৃত্বে সরাসরি ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়।
সামাজিদ দায়বদ্ধতার অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালনা করে রিহ্যাব। এর আগেও দেশের বিভিন্ন স্থানে নানা সমস্যায় এগিয়ে এসেছে রিহ্যাব নেতৃবৃন্দ।