রাজধানীর উত্তরা ১৮নং সেক্টরে নির্মিত ও নির্মাণাধীন উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে স্বল্প সংখ্যক আবাসিক ফ্ল্যাট বরাদ্দ দেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। শুক্রবার রাজউক সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে, এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন রাজউকের পরিচালক (বোর্ড, জনসংযোগ ও প্রটোকল) শামীমা মোমেন।
তিনি জানান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উত্তরা আবাসিক এলাকায় ১৮নং সেক্টরে নির্মাণাধীন ১৬৫৪ বর্গফুট আয়তনের এ ব্লকে অল্প সংখ্যক ফ্ল্যাট বরাদ্দের জন্য স্থায়ী বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে রাজউকের নির্ধারিত আবেদন ফরমে আবেদন করার জন্য আহ্বান করা হয়েছে।
রাজউক ভবনে জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক থেকে নগদ ২ হাজার টাকা (অফেরৎযোগ্য) প্রদান করে ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন ফরম ও প্রসপেক্টাস ক্রয় করা যাবে।
জামানত হিসেবে ৪ লাখ টাকা চেয়ারম্যান, রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের অনুকূলে যেকোনো তফসিলভুক্ত ব্যাংক থেকে ব্যাংক ড্রাফট, পে-অর্ডার করে আবেদন ফরম জমা প্রদান করা যাবে। বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের রাজউক ওয়েবসাইট থেকে আবেদন ফরম ও প্রসপেক্টাস ডাউনলোড করে প্রসপেক্টাসে বর্ণিত শর্তাবলি পূরণ সাপেক্ষে চেয়ারম্যান, রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প ওয়েজ আর্নার শাখা বরাবর নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফরম প্রেরণ করতে পারবেন।
আবেদন ফরম ও প্রসপেক্টাস বাবদ ৩০ মার্কিন ডলার বা ২৫ ইউরো (অফেরতযোগ্য) জামানতের সঙ্গে জমা প্রদান করতে হবে। বিদেশে অবস্থানরত আবেদনকারীদের জামানত বাবদ ৫ হাজার ২০০ মার্কিন ডলার অথবা ৪ হাজার ৭০০ ইউরো রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের চেয়ারম্যান অনুকূলে জমা দিয়ে আবেদন ফরম জমা দিতে পারবেন।
এছাড়া বিস্তারিত তথ্য রাজউকের ওয়েবসাইটে উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের নোটিশ বোর্ডে সংযুক্ত সংশোধিত প্রসপেক্টাস থেকে জানা যাবে। প্রয়োজনে রাজউকের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।