বৈষম্যমূলক ভূমি বিধিমালা পরিবর্তন চায় ভূমি মালিকরা। গত সরকারের আমলে ভূমি মালিকদের উপর বৈষম্যমূলক একটি বিধিমালা চাপিয়ে দেওয়া হয় ঢাকার ভূমি মালিকদের উপর। এই বৈষম্যমূলক বিধিমালা গুলশান, বনানী ধানমন্ডিতে ধনীলোকদের আরো ধনী বানানোর উদ্যোগ নেওয়া হয়েছে অথচ মালিবাগ, বাড্ডা, মৌচাক, পুরান ঢাকা ইত্যাদি জায়গায় বৈষম্য করে ১০ তলা ভবন এর উচ্চতা ৫ তলা করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আজ রাজউকের চেয়ারম্যানের নিকট ভূমিমালিক সমিতির আহবায়ক জনাব সাজ্জাদের নেতৃত্বে প্রায় ২০০ (দুইশত) ভূমি মালিক নিম্ন বর্নিত দাবী পেশ করে।
১। সকল বৈষম্য অপসারণ করে এবং ড্যাপকে ড্যাপের জায়গায় রেখে নির্মাণ বিধিমালা ২০০৮ চালু করার জন্য জোর দাবী জানাচ্ছি।
২। ঢাকা শহরের জলাশয়, খাল—বিল, নদী—নালা, রাস্তাঘাট, খেলার মাঠ, পার্ক, শিল্প প্রতিষ্ঠান, কৃষি, আবাসিক স্থান ইত্যাদি সংরক্ষণের জন্য ড্যাপ সংশোধন করার জোর দাবী জানাচ্ছি।
৩। মানুষের জীবন রক্ষার্থে ঢাকা শহরের সকল মহল্লার রাস্তাকে ২০ফিটে রুপান্তরিত করার জোর দাবী জানাচ্ছি।
৪। জরুরী ভিত্তিতে ২০০৮ এর বিধিমালা মোতাবেক ভবন নিমার্ণের নকশা অনুমোদন দেওয়ার জোর দাবী জানাচ্ছি।