
৪ দিনব্যাপী রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫ সম্পন্ন হয়েছে। ফেয়ারের এই ৪ দিনে প্রায় ৫ হাজার ২৩৫ ক্রেতা দর্শনার্থী ফেয়ার প্রাঙ্গন ভিজিট করেছেন।ফেয়ারে অংশগ্রহনকারী প্রতিষ্ঠানসমূহ ক্রেতাদের জন্য যে সকল অফার নিয়ে এসেছেন, মেলা চলাকালীন সাপ্তাহিক ছুটির কারণে শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ফেয়ার শেষ হওয়ার পরেও আগামী ২৮ ফেব্রæয়ারী ২০২৫ তারিখ পর্যন্ত কোম্পানীর নিজস্ব অফিসে সে সকল সুযোগ সুবিধা বহাল থাকবে। এবারের ফেয়ারে ফ্ল্যাট, কর্মাশিয়াল স্পেস ও প্লট বিক্রির লক্ষ মাত্রা ছিল ১১০ কোটি টাকা। ফেয়ারে ফ্ল্যাট, কর্মাশিয়াল স্পেস ও প্লটবিক্রি এবংবুকিং হয়েছে ৮৪ কোটি ৭৭ লক্ষ টাকা।এছাড়াও কমিটমেন্ট এসেছে আরও ৫৫ কোটি টাকার।
গত ১৩ ফেব্রুয়ারি বন্দরনগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ এ শুরু হয় রিহ্যাব চট্টগ্রামে ফেয়ার ২০২৫। মেলার মাধ্যমে আবাসন খাতের অচলাবস্থা কাটিয়ে উঠার চেষ্টা করছে চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠান।
বন্দরনগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ এ অনুষ্ঠিত মেলায় প্রথম বারের মত আগত ক্রেতাদের শিশুদের জন্য মনোরোম কিডস জোন এর ব্যবস্তা করা হয়ে। বৃহস্পতিবার চট্টগ্রামে সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।
এবারের ফেয়ারে ৬৩টি স্টল অংশ নেয়। রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ছাড়াও ৫টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ৫টি অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছিল। সব মিলে ৪৩টি প্রতিষ্ঠান মেলায় তাদের পণ্য এবং সেবা তুলে ধরছেন।