আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বিরুদ্ধে শর্ত ভঙ্গের অভিযোগ

১৯৯৭ সালে মোহাম্মাদপুর “এফ ব্লকে” মধ্যম ও নিম্ন আয়ের মানুষদের আবাসন সংকট নিরসনে সরকারের সহজ কিস্তিতে বরাদ্দ দেয়া ফ্ল্যাট জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ গত ২০ বছরে বরাদ্দকৃত ফ্ল্যাট হস্তান্তরে গড়িমসি ও হঠাৎ করে অস্বাভাবিকভাবে ফ্ল্যাটের দাম বাড়ানোর চেষ্টা করে শর্ত ভঙ্গ করছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্চে মোহাম্মাদপুর ” এফ ব্লকে” ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ আনেন বক্তারা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ১৯৯৭ সালে আওয়ামী লীগ সরকার নিম্ন ও মাধ্যম আয়ের আবাসন সংকটের কথা বিবেচনা করে মোহাম্মাদপুর “এফ ব্লকে” বিভিন্ন আকারে প্লট প্রতি ১.৫০ (১ লক্ষ পঞ্চাশ হাজার) টাকায় বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত নেয়। গৃহ সংস্থান অধিদপ্তর আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করলে আমরা স্বল্প ও মধ্যম আয়ের লোকজন যথাযথ জামানতসহ আবেদন পত্র দাখিল করি। কিন্তু দীর্ঘদিনেও জাতীয় গৃহায়ন অধিদপ্তর এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি। ২০০১ সালে ক্ষমতার পালা বদলে পরবর্তী সরকার প্রকল্পটি বাস্তবায়নে অনিহা প্রকাশ করে। ২০০৯ সালে পুনরায় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে এই প্রকল্প বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেন। এ ক্ষেত্রে অধিক সংখ্যক আবাসন সুবিধার্থে প্লটের পরিবর্তিতে বহুতল ভবন নির্মাণ করে ফ্ল্যাট বরাদ্দের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই অনুযায়ী জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ২০১০ সালে আবেদনকারীদের নিকট হইতে ফ্ল্যাটের সম্মতি চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। তখন সিঁড়ি লিফট ও লবির জন্য আলাদা করে কোনো মূল্য নেওয়ার সিদ্ধান্ত ছিলনা।

বক্তারা বলেন, সবশেষে আবেদনপত্রগুলো যাচাই বাছায় করে লটারির মাধ্যমে ৯০০ জন আবেদনকারীকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ফ্ল্যাটের জন্য বরাদ্দ প্রদান করেন। কিন্তু ২০১০ থেকে ২০১৮ পর্যন্ত মাত্র পাঁচটি ভবন সমাপ্তির পথে। বাকিগুলো কাজ একেবারে বন্ধ। ভবনগুলোর কাজ কবে সমাপ্ত হবে তাও অনিশ্চিত।আবার ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে, ফ্ল্যাটের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হচ্ছে।

ফ্ল্যাটের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে ১ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ফ্ল্যাট হস্তান্তর, বরাদ্দ গ্রাহকদের নিকট হতে অতিরিক্ত ব্যায়/ মূল্য আদায়ের ষড়যন্ত্র বন্ধ, পিপিআর মোতাবেক জামানত/ বিশেষ জামানত এবং এ যাবত প্রদানকৃত চলতি বিলের প্রতিটি ধাপ পরিক্ষা করার দাবি জানান বক্তারা।

সংবাদ সম্মেলনে মোহাম্মাদপুর (এ ব্লক) ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির আহবায়ক মো. সিদ্দিকুর রহমান সেলিম, মো. আতাউর রহমানসহ শতশত ফ্ল্যাট মালিকরা অংশ নেন।