রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং অর্থনৈতিক মন্দার কারণে সদস্য প্রতিষ্ঠানগুলোর চলমান প্রকল্পসমূহ সম্পন্ন ও হস্তান্তরের সময়সীমা অতিরিক্ত ১০ মাস বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি একটি সংকটপূর্ণ অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে। বিদ্যমান পরিস্থিতিতে নির্মাণ খাতের সার্বিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে ভবন নির্মাণ কার্যক্রম প্রায় বন্ধ ও দৈনন্দিন আর্থিক লেনদেন বর্তমানে নাজুক অবস্থায় পৌছেছে। ইতোমধ্যে দেশের বর্তমান পরিস্থিতির কারণে রিহ্যাব সদস্য ডেভেলপারবৃন্দ, জমির মালিক ও ক্রেতা সাধারণের সঙ্গে সম্পাদিত চুক্তির সময় শর্ত পালন করার বিষয়ে গভীর অনিশ্চয়তা ও সংকট সৃষ্টি হয়েছে। এ অবস্থায় নির্ধারিত সময়ের মধ্যে মান বজায় রেখে প্রকল্প শেষ করা অনেকের জন্যই কঠিন হয়ে উঠছিল।
বর্ধিত সময়ের বিষয়ে উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে কিস্তি প্রদানের পুনঃতফসিল করার পরামর্শ দেওয়া হয়েছে।
রিহ্যাব বিশ্বাস করে, বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া এই সময় বৃদ্ধি আবাসন খাতে স্থিতিশীলতা রক্ষা করবে এবং সকল পক্ষের স্বার্থ নিশ্চিত করবে।