রঙ হল মানুষের দর্শন-সংক্রান্ত একটি চিরন্তন ধর্ম। আলোর বর্ণালি থেকে রঙ উৎপত্তি লাভ করে। আসবাবপত্র, ভবন, জাহাজ অথবা সড়ক সবখানেই রয়েছে রঙের গ্রহণযোগ্যতা। আমরা অনেক সময় জীবনকে কল্পনা করি রঙের বাইরে। সেই কল্পনা কখনও বাস্তব রূপ পায় না রং সাহায্যকারী না হলে। ঘরের ভেতর প্রতিদিন যে জীবন সেই জীবনে রং তাই স্পর্শের বাইর কিছু নয়। শুধু দেয়ালের রঙে নয় বরং নতুন নতুন ফ্যাব্রিক বাজারে আসছে চোখধাঁধানো রঙের বাহার নিয়ে।
ঘরের রং গৃহকর্তার রুচির পরিচায়ক। এ রং চোখ ধাঁধাবে না, বরং চোখে আনবে প্রশান্তি, ফুটিয়ে তুলবে বাড়ির স্নিগ্ধতা, সতেজতা। এজন্য পরিকল্পনা ও বিজ্ঞানসম্মত উপায়ে ঘরে রঙের ব্যবহার করা উচিত। ঘরের সৌন্দর্য, স্থায়িত্ব ও উজ্জ্বলতা আনতে রঙ গুরুত্বপূর্ণ ও অর্থবহ ভূমিকা পালন করে। রঙের সঠিক ব্যবহার মাঝারি আকারের ঘরকে অনেক বড় করে তোলে। আবার ব্যক্তির বয়স, রুচি, ব্যক্তিত্বের ওপর নির্ভর করেও রঙ নির্বাচন করা যায়। ফ্ল্যাট বা বাড়ি যাই হোক না কেন রঙ বাছাইয়ে তার মাপের উপর খেয়াল রাখতে হবে। তাহলে দেখা যাক, বাজারে কোন রঙয়ের কতো দাম।