দিন দিন মানুষের রূচি বদলাচ্ছে, বদলাচ্ছে বাড়ি তৈরিতে ব্যবহার্য কক্ষের আকার ও আয়তন । কিন্তু ইচ্ছামত কক্ষের আকার ও আয়তন বৃদ্ধি করা গেলেও এর জন্য সর্বনিন্ম একটি পরিমাণ রয়েছে । নিন্মে পাঠকদের জন্য তা তুলে ধরা হল:
বাড়ি তৈরিতে বিভিন্ন অংশের মাপ :
নাম | উচ্চতা | আয়তন | কোন পাশের দৈর্ঘ্য |
প্লিন্থ |
150 মিমি বা 6 ইঞ্চির কম হবে না |
———– |
———– |
লিভিং রুম |
2.75 মিটার এর কম হবে না |
9.5 বর্গমিটার এর কম হবে না |
2.4 মিটার এর কম হবে না |
ড্রয়িং রুম |
2.75 মিটার এর কম হবে না |
9.5 বর্গমিটার এর কম হবে না |
2.4 মিটার এর কম হবে না |
রান্নাঘর |
2.75 মিটার এর কম হবে না |
5 বর্গমিটার এর কম হবে না |
1.8 মিটার এর কম হবে না |
টয়লেট |
মাঝের খালি অংশের উচ্চতা : 2 মিটার এর কম হবে না |
1.8 বর্গমিটার এর কম হবে না |
————— |
স্টোর রুম |
2.2 মিটার এর কম হবে না |
3 বর্গমিটার এর কম হবে না |
————— |
গ্যারেজ |
কমপক্ষে 2.4 মিটার হতে হবে |
কমপক্ষে 2.5 মিটার X 5 মিটার হতে হবে। |
————— |
সিঁড়ি |
যেকোন জায়গাতে খাড়া খালি উচ্চতা (হেডরুম) 2.2 মিটার, একটা ধাপের উচ্চতা 150 মি.মি. |
চওড়া বাসার জন্য 1 মিটার, হলরুমের জন্য 1.5 মিটার, প্রতিষ্ঠানের জন্য 2 মিটার |
পাদানি বা ধাপের চওড়া কমপক্ষে 250 মি.মি. |