ঢাকা উত্তরে ৫টি ও দক্ষিণের ৫টি মোট ১০টি অঞ্চলে হোল্ডিং নম্বর দেয়া হয়। উত্তরের ৫টি অঞ্চল হচ্ছে- উত্তরা-০১, মিরপুরে-২, মহাখালী-৩, মিরপুর দশে-০৪, কাওরান বাজার-০৫। দক্ষিণের ৫টি অঞ্চল হচ্ছে- নগর ভবন ১২ তলা-০১, নগর ভবন ২য় তলা-০২, আজিমপুর -০৩, খিলগাঁও -০৪, সায়দাবাদ-০৫।
কী কী কাগজ লাগবে : খালি প্লট অথবা নির্মাণাধীন বাড়ির জন্য নতুন হোল্ডিং নম্বরের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে যা করতে হবে-
১. কর কর্মকর্তা বরাবর সাদা কাগজে আবেদন করতে হবে। ২. আবেদনপত্রের সঙ্গে সংযুক্তি- ক. মালিকানা দলিল, খ. ভূমি মিউটেশন- # খাজনার রশিদ # ডিসিআর # নামজারী জমাভাগের প্রস্তাবপত্র। ৩. রাজউকের প্লট হলে রাজউক অফিসের নামজারি লাগবে।
ফি কত লাগবে : নতুন হোল্ডিং নম্বর নিতে হলে ১০ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এ টাকা কর কর্মকর্তা ট্রেজারি চালানের মাধ্যমে জমা প্রদান করেন।