উত্তরাধিকার ক্যালকুলেটর
১) স্বামী ১/৪ পাবে যখন সন্তান বা পুত্রের সন্তান থাকে।
২) স্বামী ১/২ পাবে যখন সন্তান বা পুত্রের সন্তান না থাকে।
৩) স্ত্রী ১/৮ পাবে যখন সন্তান বা পুত্রের সন্তান থাকে।
৪) স্ত্রী ১/৪ পাবে যখন সন্তান বা পুত্রের সন্তান না থাকে।
৫) কন্যা ১/২ পাবে যখন একজন মাত্র কন্যা থাকে এবং পুত্র না থাকে।
৬) কন্যা ২/৩ পাবে যখন দুই বা ততধিক কন্যা থাকে এবং পুত্র না থাকে।
৭) কন্য অবশিষ্ট ভোগী হিসাবে পাবেন পুত্রের সাথে থাকলে।
৮) পুত্রের কন্যা পাবে ১/২ অংশ পাবে যখন একজন মাত্র পুত্রের কন্যা থাকে। যদি কোন পুত্র, পুত্রের পুত্র বা একের অধিক কন্যা এবং পুত্রের কন্যা না থাকে।
৯) পুত্রের কন্যা ২/৩ ভাগ পাবে যখন দুই বা ততধিক পুত্রের কন্যা থাকে এবং পুত্র ও পুত্রের পুত্র এবং এবং একের অধিক কন্যা না থাকে।
১০) পুত্রের কন্যা অবশিষ্ট ভোগী হিসেবে পাবেন। পুত্রের পুত্র না থাকলে সমান অংশ বা আইন অনুযায়ী।
১১) পিতা ১/৬ অংশ পাবে পুত্র বা পুত্রের পুত্র থাকে।
১২) পিতা ১/৬ অবশিষ্ট অংশ ভোগী হিসেবে পাবে যখন এক বা একরে অধিক কন্যা, পুত্রের কন্যা এবং পুত্রের পুত্র না থাকে।
১৩) পিতা অবশিষ্ট অংশ ভোগী হিসেবে পাবে যখন পুত্র বা পুত্রের পুত্র থাকে।
১৪। মাতা ১/৬ অংশ পাবে যখন পুত্র ও পুত্রের পুত্র এবং দুই বা ততধিক ভাই বোন এবং পিতা থাকে।
১৫। মাতা ১/৩ অংশ পাবে যখন পুত্র অথবা পুত্রের পুত্র এবং একের অধিক ভাই বোন না থাকে।
১৬। মা ১/৩ অংশ পাবে যখন স্ত্রী, স্বামী এবং বাবা থাকে।
১৭) দাদা ১/৬ অংশ পাবে যখন সন্তান এবং পুত্রের সন্তান থাকে এবং পিতা বা নিকটতম পিতামহ না থাকে।
১৮) দাদা অবশিষ্ট অংশ ভোগী হিসেবে পাবে ১/৬ অংশ পাবেন যখন কন্যা অথবা পুত্রের কন্যা থাকে।
১৯) দাদা অবশিষ্ট অংশ ভোগী হিসেবে পাবে যদি দূরবর্তী কোন অংশিদার বা অবশিষ্ট অংশ ভোগী না থাকে।
২০) দাদী ১/৬ অংশ পাবেন যদি কোন মাতা বা মায়ের দিকে দাদী না থাকে।
২১) সহোদর বোন ১/২ অংশ পাবেন যখন একজন মাত্র বোন থাকে এবং যদি কোন সন্তান, পুত্রের সন্তান, পিতা অথবা ভাই না থাকে।
২২) সহোদর বোন ২/৩ পাবে যখন দুই বা ততধিক বোন থাকে এবং সন্তান, পুত্রের সন্তান, পিতা ও ভাই না থাকে।
২৩) সহোদর বোন অবশিষ্ট ভোগী হিসেবে পাবে যখন সহোদর ভাই থাকে বা এক বা একাধিক পুত্রের কন্যা থাকে এবং বোনকে বঞ্চিত করার মত কোন অংশিদার না থাকে এবং এক বা একাধিক কন্যাদের সহিত অবশিষ্ট ভোগী থাকে তারা কন্যাদের অংশ নেওয়ার পর অবশিষ্ট ভোগী হবে।
২৪) বৈমাত্রেয় বোন পাবে ১/২ অংশ যখন একজন মাত্র বোন থাকে এবং সন্তান, সন্তানের সন্তান এবং পিতা ও সহোদর ভাই বোন না থাকে।
২৫) বোন পাবে ২/৩ অংশ যখন দুই বা ততধিক বৈমাত্রেয় বোন থাকে এবং সন্তান, সন্তানের সন্তান এবং পিতা ও সহোদর ভাই বোন না থাকে।
২৬) বৈমাত্রেয় বোন পাবে ১/৬ ভাগ যখন একজন সহোদর বোন থাকে (বোন পাবে ১/২ এবং বৈমাত্রেয় বোন পাবে ২/৩, ১/২, ১/৬)।
২৭। বৈমাত্রেয় বোন অবশিষ্ট অংশ ভোগী হিসেবে পাবে যখন কোন বৈমাত্রেয় ভাই, এক বা একাধিক কন্যা এবং পুত্রের কন্যা এবং বঞ্চিত করার মত কোন অংশিদার না থাকে।
২৮। বৈমাত্রেয় ভাই ১/৬ অংশ পাবে যখন শুধু মাত্র একজন বৈমাত্রেয় ভাই থাকে এবং সন্তান, পুত্রের সন্তান ও পিতা না থাকে।
২৯। বৈপিত্রেয় ভাই ১/৩ অংশ পাবে যখন সেখানে দুই বা ততধিক বৈপিত্রেয় ভাই থাকে এবং সন্তান, সন্তানের সন্তান এবং পিতা না থাকে।
৩০) বৈপিত্রেয় বোন ১/৬ অংশ পাবে সেখানে একমাত্র বৈপিত্রেয় বোন থাকে এবং সন্তান, সন্তানের সন্তান এবং পিতা না থাকে।
৩১। বৈপিত্রেয় বোন ১/৩ অংশ পাবে যখন সেখানে দুই বা ততধিক বৈপিত্রেয় বোন থাকে এবং সন্তান, সন্তানের সন্তান এবং পিতা না থাকে।
৩২। বঞ্চিত করার নিয়মঃ
ক) ছেলে বঞ্চিত করবেঃ- পিতার দিকের নাতি, পিতার দিকের নাতনী, সহোদর ভাই, সহোদর বোন, পিতার দিকের ভাই, পিতার দিকের বোন, মায়ের দিকের ভাই, মায়ের দিকের বোন, সহোদর ভাগনা ভাতিজা, পিতার দিকের ভাগনা ভাতিজা, ভাগনা ভাতিজার সহোদর ছেলে, পিতার দিকের ভাগনা ভাতিজার ছেলে, সহোদর পিতার দিকের চাচা, পিতার দিকের চাচা, সহোদর মামাত, খালাত, চাচাত ভাই বোন, পিতার দিকের কাজিন, সহোদর চাচাত ভাই বোনের ছেলে, পিতার দিকের কাজিনের ছেলে, সহোদর কাজিনের ছেলে, পিতার দিকের কাজিনের ছেলের ছেলে।
খ) নাতি বঞ্চিত করবেঃ- সহোদর ভাই সহোদর বোন পিতার দিকের ভাই, পিতার দিকের বোন, মায়ের দিকের ভাই, মায়ের দিকের বোন, সহোদর ভাতিজা, ভাগিনা, পিতার দিকের ভাতিজা ভাগিনা সহোদর ভাতিজা ভাগিনার ছেলে, পিতার দিকের ভাতিজা ভাগিনা ছেলে, সহোদর পিতার দিকের চাচা, পিতার দিকের চাচা, সহোদর চাচাত, খালাত, মামাত ভাই বোনের ছেলে, পিতার দিকের চাচাত, খালাত, মামাত ভাই বোনের ছেলে, সহোদর চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলের ছেলে, পিতার দিকের চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলের ছেলে।
গ) পিতা বঞ্চিত করবেনঃ- পিতার দিকের দাদা, পিতার দিকের দাদী, সহোদর ভাই, সহোদর বোন, পিতার দিকের ভাই, পিতার দিকের বোন, মায়ের দিকের ভাই, মায়ের দিকের বোন, সহোদর ভাতিজা ভাগিনা, পিতার দিকের ভাগিনা ভাতিজার ছেলে, পিতার দিকের পূর্ণ চাচা, পিতার দিকের চাচা, সহোদর চাচাত, মামাত, খালাত ভাই বোন, সহোদর চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলে পিতার দিকের চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলের ছেলে, সহোদর চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলের ছেলে, পিতার দিকের চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলের ছেলে।
ঘ) মা বঞ্চিত করবেনঃ- পিতার দিকের দাদী, মায়ের দিকের দাদী।
ঙ) দাদা (বাপের বাপ) বঞ্চিত করবেনঃ- সহোদর ভাগিনা ভাতিজা, পিতার দিকের ভাতিজা ভাগিনা, সহোদর ভাগিনা ভাতিজার ছেলে, পিতার দিকের ভাগিনা ভাতিজার ছেলে, সহোদর পিতার দিকের চাচা, পিতার দিকের চাচা, সহোদর চাচাত, মামাত, খালাত ভাই বোন, পিতার দিকের চাচাত, মামাত, খালাত ভাই বোন, সহোদর চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলে, পিতার দিকের চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলে, পিতার দিকের চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলের ছেলে।
চ) সহোদর ভাই বঞ্চিত করবেঃ- পিতার দিকের ভাই, পিতার দিকের বোন, সহোদর ভাগিনা ভাতিজা, পিতার দিকের ভাগিনা ভাতিজা, সহোদর ভাগিনা ভাতিজার ছেলে, পিতার দিকের ভাতিজা ভাগিনার ছেলে, সহোদর পিতার দিকের চাচা, পিতার দিকের চাচা, সহোদর চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলে, পিতার দিকের চাচাত, মামাত, খালাত ভাই বোন, সহোদর চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলে পিতার দিকের চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলে, সহোদর চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলের ছেলে, পিতার দিকের চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলের ছেলে।
ছ) সহোদর বোন বঞ্চিত করবেঃ- পিতার দিকের ভাই, পিতার দিকের বোন, সহোদর ভাগিনা ভাতিজা, পিতার দিকের ভাগিনা ভাতিজা, সহোদর ভাগিনা ভাতিজার ছেলে, পিতার দিকের ভাতিজা ভাগিনার ছেলে, সহোদর পিতার দিকের চাচা, পিতার দিকের চাচা, পূর্ণ চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলে, পিতার দিকের চাচা, মামাত, খালাত ভাই বোন, সহোদর চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলে পিতার দিকের চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলে, সহোদর চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলের ছেলে, পিতার দিকের চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলের ছেলে (তাহারা বঞ্চিত করতে পারবেন যদি মৃতের অন্তত পক্ষে একটি মেয়ে সন্তান থাকে নতুবা তাহা অঞ্চল ২/১ এ তাহা আটকে যাবে।
জ) পিতার দিকের ভাই বঞ্চিত করবেঃ- সহোদর ভাগিনা ভাতিজা, পিতার দিকের ভাগিনা ভাতিজা, সহোদর ভাগিনা ভাতিজার ছেলে, পিতার দিকের ভাতিজা ভাগিনার ছেলে, সহোদর পিতার দিকের চাচা, পিতার দিকের চাচা, সহোদর চাচাত, মামাত, খালাত ভাই বোন, পিতার দিকের চাচাত, মামাত, খালাত ভাই বোন, সহোদর চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলে, পিতার দিকের চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলে, সহোদর চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলের ছেলে, পিতার দিকের চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলের ছেলে।
ঝ) পিতার দিকের বোন বঞ্চিত করবেঃ- সহোদর ভাগিনা ভাতিজা, পিতার দিকের ভাগিনা ভাতিজা, সহোদর ভাগিনা ভাতিজার ছেলে, পিতার দিকের ভাতিজা ভাগিনার ছেলে, পূর্ণ পিতার দিকের চাচা, পিতার দিকের চাচা, সহোদর চাচাত, মামাত, খালাত ভাই বোন, পিতার দিকের চাচাত, মামাত, খালাত ভাই বোন, সহোদর চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলে, পিতার দিকের চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলে, সহোদর চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলের ছেলে, পিতার দিকের চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলের ছেলে। (তাহারা বঞ্চিত করতে পারবে যদি মৃতের শুধুমাত্র একটি কন্যা সন্তান থাকে অথবা অন্ততঃপক্ষে ২টি বোন নতুবা তাহা অঞ্চল ২/৩ এ আটকে যাবে)।
ঞ) সহোদর ভাগিনা ভাতিজা বঞ্চিত করবেঃ- পিতার দিকের ভাগিনা ভাতিজা, সহোদর ভাগিনা ভাতিজার ছেলে, পিতার দিকের ভাতিজা ভাগিনার ছেলে, সহোদর পিতার দিকের চাচা, পিতার দিকের চাচা, পূর্ণ চাচাত, মামাত, খালাত ভাই বোন, পিতার দিকের চাচাত, মামাত, খালাত ভাই বোন, সহোদর চাচাত, মামাত, খালাত ভাই বোন, পিতার দিকের চাচাত, মামাত, খালাত ভাই বোন, সহোদর চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলে, পিতার দিকের চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলে, পিতার দিকের চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলের ছেলে।
ট) পিতার দিকের দিকের ভাগিনা ভাতিজা বঞ্চিত করবেঃ- সহোদর ভাগিনা ভাতিজার ছেলে, পিতার দিকের ভাতিজা ভাগিনার ছেলে, সহোদর পিতার দিকের চাচা, পিতার দিকের চাচা, সহোদর চাচাত, মামাত, খালাত ভাই বোন, পিতার দিকের চাচাত, মামাত, খালাত ভাই বোন, সহোদর চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলে, পিতার দিকের চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলে, সহোদর চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলের ছেলে, পিতার দিকের চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলের ছেলে।
ঠ) সহোদর ভাগিনা ভাতিজার ছেলে বঞ্চিত করবেঃ- পিতার দিকের ভাতিজা ভাগিনার ছেলে, সহোদর পিতার দিকের চাচা, পিতার দিকের চাচা, সহোদর চাচাত, মামাত, খালাত ভাই বোন, পিতার দিকের চাচাত, মামাত, খালাত ভাই বোন, সহোদর চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলে, পিতার দিকের চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলে, সহোদর চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলের ছেলে, পিতার দিকের চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলের ছেলে।
ড) পিতার দিকের ভাগিনা ভাতিজার ছেলে বঞ্চিত করবেঃ- সহোদর পিতার দিকের চাচা, পিতার দিকের চাচা, সহোদর চাচাত, মামাত, খালাত ভাই বোন, পিতার দিকের চাচাত, মামাত, খালাত ভাই বোন, সহোদর চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলে, সহোদর চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলে, সহোদর পিতার চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলে, সহোদর চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলের ছেলে, পিতার দিকের চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলের ছেলে।
ঢ) সহোদর পিতার দিকের চাচা বঞ্চিত করবেঃ- পিতার দিকের চাচা, সহোদর চাচাত, মামাত, খালাত ভাই বোন, পিতার দিকের চাচাত, মামাত, খালাত ভাই বোন, সহোদর চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলে, সহোদর চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলে, সহোদর পিতার চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলে, সহোদর চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলের ছেলে, পিতার দিকের চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলের ছেলে।
ণ) পিতার দিকের চাচা বঞ্চিত করবেঃ- সহোদর চাচাত, মামাত, খালাত ভাই বোন, পিতার দিকের চাচাত, মামাত, খালাত ভাই বোন, সহোদর চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলে, পিতার দিকের চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলে, সহোদর পিতার চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলের ছেলে।
ত) সহোদর মামাত, চাচাত, খালাত ভাই বোন বঞ্চিত করবেঃ- পিতার দিকের চাচাত, মামাত, খালাত ভাই বোন, সহোদর চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলে, পিতার দিকের চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলে, সহোদর চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলের ছেলে, পিতার দিকের চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলের ছেলে।
থ) পিতার দিকের চাচাত, মামাত, খালাত ভাই বোন বঞ্চিত করবেঃ- সহোদর চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলে, পিতার দিকের চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলে, সহোদর চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলের ছেলে, পিতার দিকের চাচাত, খালাত ভাই বোনের ছেলের ছেলে।
দ) সহোদর চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলে বঞ্চিত করবেঃ- পিতার দিকের চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলে, সহোদর চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলে, পিতার দিকের চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলের ছেলে।
ধ) পিতার দিকের চাচাত, মামাত, খালাত ভাই বোন এর ছেলে বঞ্চিত করবেঃ- সহোদর চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলে, পিতার দিকের চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলে।
ন) সহোদর চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলের ছেলের বঞ্চিত করবেঃ- পিতার দিকের চাচাত, মামাত, খালাত ভাই বোনের ছেলের ছেলে।
৩৩। অবশিষ্ট ভাগী অনুক্রমঃ
১. ছেলে, মেয়ে ২. পিতার দিকের নাতি, পিতার দিকের নাতনী, পিতা, ৪. সহোদর ভাই, সহোদর বোন (এখান থেকে কালাল্লা আরম্ভ) ৫. পিতার দিকের ভাই, পিতার দিকের বোন, ৬. পিতার দিকের দাদা, ৭. সহোদর ভাইয়ের ছেলে, ৮. পিতার দিকের ভাইয়ের ছেলে, ৯. সহোদর ভাইয়ের ছেলের ছেলে, ১০. পিতার দিকের ভাইয়ের ছেলের ছেলে, ১১. পিতার দিকের চাচা (বাবার সহোদর ভাই), ১২. পিতার দিকের চাচা (পিতার দিকের ভাই), ১৩. পিতার দিকের চাচার ছেলে (বাবার ভাইয়ের ছেলে), ১৪. পিতার দিকের চাচাত ভাইয়ের ছেলে (পিতার পিতার দিকের ভাইয়ের ছেলে), ১৫. পিতার দিকের চাচার ভাইয়ের ভাইয়ের ছেলে, (বাপের ভাইয়ের ছেলের ছেলে), ১৬. পিতার পিতার দিকের চাচার ছেলের ছেলে (পিতার দিকের ভাইয়ের ছেলের ছেলে), ১৭. পিতার চাচার ছেলের ছেলের ছেলে (পিতার ভাইয়ের ছেলের ছেলের ছেলে), ১৮. পিতার পিতার দিকের চাচাত ভাইয়ের ছেলের ছেলের ছেলের (পিতার পিতার দিকের ভাইয়ের ছেলের ছেলে। ১৯. মুক্তকারী ২০. মুক্তকারী স্বাধীনভাবে আসবে।
৩৪। পুরুষ এবং নারী একই স্তরের হলে তাহারা অংশ লাভ করবে ২ : ১ অনুপাতে (আন নিসা ৪:১১) (আন নিসা ৪:১১), নিম্ন লিখিত শর্তগুলি পূরণ করতে হবে।
ক) নারী এবং পুরুষ একই স্তরের হতে হবে।
খ) বিধিটি আরোপিত হবে যখন অবশিষ্ট অংশ সমূহ ভাগ করা হবে এবং নির্ধারিত অংশের বেলায় নহে।
গ) বিধিটি মায়ের দিকের ভাই বোনের বেলায় প্রযোজ্য হবে না। তাহারা শুধুমাত্র নির্ধারিত অংশ পেয়ে থাকবেন।
৩৫। যদি একজন বংশধরকে নির্ধারিত অংশ প্রদান করা হয় তখন তিনি তাসিফ থেকে বাদ পড়বেন এবং যদি অন্য তাসিফ বংশানুক্রমে প্রযোজ্য হয় তবে ক) পিতা এই বিধির জন্য একটি ব্যতিক্রম।
৩৬। পিতা অথবা পিতামত ধার্য্য অংশ থেকে কখনও বাদ যাবে না।
৩৭। রাদ মামলায় যখন সম্পূর্ণ অংশ ১ এর চেয়ে কম সকল অংশ শুধুমাত্র স্বামী/স্ত্রী এর অংশ ছাড়া তাহা আনুপাতিক হারে বৃদ্ধি পাওয়া উচিত। যাহাতে মোট অংশটি ১ হয়। স্বামী/স্ত্রী এর অংশ কঠিনভাবে সুনির্দিষ্ট করা। তাহা বৃদ্ধি পেতে পারে না যতক্ষণ না কোন দুঃসম্পর্কের আত্মীয় পাওয়া যায়।
৩৯। পূর্বের মামলায় যখন সম্পূর্ণ অংশটি ১ এর চেয়ে বেশী, তখন সকল অংশ আনুপাতিক হারে কমে আসবে যাহাতে সম্পূর্ণ অংশটি ১ হয়। ক) পূর্বের মামলায় যেখানে পিতামত উপস্থিত সেখানে ২/৩ অঞ্চল থেকে বোনকে তুলে নেওয়া হবে। তখন পিতা এবং বোন অংশ পাবেন ২:১ অনুপাতে (অসুবিধাজনক মামলায়)।
৪০। তারপরেও যদি কোন অবশিষ্ট অংশ থেকে তাহলে সেই অবশিষ্ট অংশ তাহা স্বামী/স্ত্রীকে দেওয়া যাবে যদি তিনি জীবিত থাকেন।
৪১। যদি মৃত ব্যক্তির চূড়ান্তরূপে কোন আত্মীয় না থেকে থাকে তবে ইসলামিক রাজ্য উক্ত সম্পূর্ণ সম্পত্তিটি নিয়ে যাবে।
৪২। মহিলা বংশধরদের বেলায় তাদের উত্তরাধিকার থেমে যাবে এবং তাদের ছেলে মেয়ের নিকট যাবে না যেভাবে কোন পুত্র সন্তানের বংশধরদের বেলায় তাহা গিয়ে থাকে।
৪৩। নিম্নগামী নিকটস্থ বংশধরদের অনুপস্থিতিতে এই স্থল নাতি নাতনীগণ উত্তরাধিকারী হিসাবে পেয়ে থাকে।
৪৪। মায়ের দিকের ভাই বোনের মধ্যে ১:২ পুরুষ মেয়ে অনুপাত থাকবে না।
৪৫। মায়ের দিকের ভাই বোনরা মায়ের অংশ কমিয়ে দিতে পারবে না যদি আর কোন যোগ্য উত্তরসুরী না থাকে।
৪৬। বিধির কার্যকারীতা অধিকতর হয় যখন ব্যক্তিটি জীবিত না থাকেন।
• পিতামত হয় আসবেন একজন পিতা
• পিতার দিকের দাদী হয় আসবেন মাতা
• নাতনী হয় আসবেন একজন কন্যা
• বোন হয়ে আসবে একজন কন্যা
• পিতার দিকের বোন হয়ে আসবে একজন কন্যা
৪৭। শুধুমাত্র নিচের বিষয়গুলি সম্পর্কে যৌথ তাসিফ সম্ভব
• ছেলে এবং মেয়ে
• নাতি এবং নাতনী
• পূর্ণ ভাই এবং পূর্ণ বোন
• পৈতৃক ভাই এবং পৈতৃক বোন।