আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com

রিহ্যাব ফেয়ার ২০১৯ এর স্টল বরাদ্দ সম্পন্ন -

রিহ্যাব ফেয়ার ২০১৯ এর স্টল বরাদ্দ সম্পন্ন

আসন্ন রিহ্যাব মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্টল বরাদ্দ সম্পন্ন হয়েছে। রিহ্যাব মেলায় এ বছর ২০২টি স্টল থাকছে। ২৬ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে স্টল বরাদ্দের কাজ সম্পন্ন হয়।

অনুষ্ঠানে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট  কামাল মাহমুদ, রিহ্যাব পরিচালক এবং ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শাকিল কামাল চৌধুরী, রিহ্যাব পরিচালক আবু বকর সিদ্দিক, মিসেস তৌহিদা সুলতানা, প্রকৌশলী মোঃ মহিউদ্দিন সিকদার এবং এ এফ এম ওবায়দুল্লাহ। এছাড়া ফেয়ার স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন কোম্পানির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বছর পাঁচ দিনব্যাপী রিহ্যাব ফেয়ার-২০১৯ অনুষ্ঠিত হবে ৬ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলায় রিহ্যাবের সদস্য প্রতিষ্ঠান ছাড়াও বেশ কিছু বিল্ডিং ম্যাটেরিয়ালস এবং আর্থিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

রিহ্যাব ফেয়ারে এ বছর র‌্যাফেল ড্রতে ১ম পুরস্কার থাকছে একটি প্রাইভেট কার, ২য় পুরস্কার একটি মোটর সাইকেল, এছাড়া টিভি, ফ্রিজ, মোবাইলফোনসহ থাকছে আরও আকর্ষণীয় পুরস্কার।

মেলার বিষয়ে বিস্তারিত তুলে ধরতে ৪ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।