আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
রাজউকের উচ্ছেদ অভিযানে আটক ১, জরিমানা

অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর খিলগাঁও এলাকায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রবিবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় খিলগাঁও এর শহিদ বাকি সড়ক এলাকা থেকে এ অভিযান শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

শহিদ বাকি সড়ক (খিলগাঁও) এর প্লট ১৬, ১৭, ১৮ ব্লক-সি, হোল্ডিং ৪২২/সি এর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ করায় রংধনু ডেভেলপার কর্তৃপক্ষকে ১০ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয় এবং প্রতিষ্ঠানের একাউন্ট ম্যানেজার রতন দাসকে আটক করা হয়।

অভিযান পরিচালনা করছেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার ও অথরাইজড অফিসার (অঞ্চল-৬) মোবারক হোসেন।

অভিযানে ইমারত বিধিমালা বিষয়ে আইনি সহযোগিতা করছেন, সহকারী অথরাইজড অফিসার মো. মাসুক আহম্মেদ, প্রধান ইমারত পরিদর্শক মিজানুর রহমান ও আব্দুর রহিম, ইমারত পরিদর্শক তামান্না নিশু, শিপু মণ্ডল প্রমুখ।

মানবকণ্ঠ/জেএস