২৩ ডিসেম্বর শুরু হচ্ছে আবাসন খাতের বড় আয়োজন রিহ্যাব ফেয়ার ২০২১।৫ দিনব্যাপী মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। রাজধানীর আগারগাঁয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই ফ্ল্যাট-প্লট এর মেলা অনুষ্ঠিত হবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। মেলায় ৫০ এবং ১০০ টাকার দুই ধরনের টিকিট থাকছে। মেলা উপলক্ষে এন্ট্রি টিকিটের উপর র্যাফেল ড্র’তে থাকছে আকর্ষণীয় পুরস্কার।