আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
শেষ মুহূর্তে আবাসন মেলায় ভিড়

রিহ্যাব মেলার শেষদিন আজ। দুপুর ২টায় নামছে মেলার পর্দা। তবে শেষদিনেও দেখা গেছে দর্শনার্থীদের ভিড়। এবারের মেলায় ছাড় আর উপহার ছিল চোখে পড়ার মতো। গ্রাহকদেরও সাড়া মিলছে আগের চেয়ে বেশি। একই স্থানে সব আবাসন কোম্পানির প্রকল্প দেখার সুযোগ থাকায় ক্রেতারা স্বাচ্ছন্দ্যে পছন্দের ফ্ল্যাট খুঁজে নিতে পারছেন।

রোববার (২৫ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) কথা হয় ব্যাংক কর্মকর্তা হাসান শরিফের সঙ্গে। তিনি জানান, এর আগে দুবার মেলায় এসেছেন। তবে এবার স্ত্রী ও সন্তানকে নিয়ে এসেছেন মেলায়।

শরিফ বলেন, আমি দুটি কোম্পানির ফ্ল্যাট দেখেছি, পছন্দও হয়েছে। আজ শেষদিনে পরিবার নিয়ে এসেছি। তাদের পছন্দই আমার পছন্দ। আজ বুকিং দিয়ে যাবো।

hous1

বিজ্ঞাপন

রাজধানীর বসিলা থেকে মেলায় এসেছেন মিতা রয়। তিনি বলেন, শুনেছি এবারের মেলায় ভালো মানের ফ্ল্যাট এসেছে দামও বেশ কম। এছাড়া দুদিন বাদে মেট্রোরেল উদ্বোধন হতে যাচ্ছে। বসিলা থেকে অফিসে আসতে বাড়তি ঝামেলা (সড়কের যানজট) পোহাতে হয়। তাই মনে করেছি মিরপুর কিংবা উত্তরায় ফ্ল্যাট কিনবো। আগামীতে যাতে মেট্রোরেলের সুফল পাওয়া যায়।

বিক্রেতারা বলছেন, বছরের এ সময়টা ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কেনার উপযুক্ত সময়। কারণ মেলায় যাচাই-বাছাই করে নানা প্রকল্প দেখে বুকিং দেওয়া যায়। পছন্দ না হলে অন্য কোনো প্রকল্প দেখে নেওয়া যায়।

আবাসন মেলায় কথা হয় প্রাণ-আরএফএল-এর স্টলে দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠানটির সিনিয়র এক্সিকিউটিভ রায়হান আলীর সঙ্গে। তিনি বলেন, মেলা উপলক্ষে আমাদের এখানে বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ভালো মানের পণ্যের সমাহার থাকায় ক্রেতার আগমনও ভালো। ক্রেতার সাধ্যের মধ্যেই আমাদের উন্নত পণ্যগুলো এরইমধ্যে আকৃষ্ট করেছে। আমরা মেলায় ছাড় নিয়ে এসেছি। মেলায় আসা ক্রেতারা এখান থেকে আমাদের পণ্য- কিচেন আইটেম এবং ফিটিংস আইটেমে বুকিং দিতে পারছেন। মেলাতে বুকিং দিলেই ক্রেতারা নানা ধরনের পণ্যে পাচ্ছেন ১০-২০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। জাগোনিউজ২৪