আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com

রাজউকের প্লট পাচ্ছেন আরও ১৫ এমপি »

রাজউকের প্লট পাচ্ছেন আরও ১৫ এমপি

বর্তমান সংসদের মেয়াদ আছে আর মাত্র কয়েক মাস। এরপর অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এর মধ্যে নতুন করে ১৫ সংসদ সদস্যকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দ দিচ্ছে সরকার। তাদের মধ্যে ১৪ জন আওয়ামী লীগের সংসদ সদস্য ও ১ জন স্বতন্ত্র।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ওই ১৫ সংসদ সদস্যের তালিকা দেওয়া হয়েছে। সংরক্ষিত কোটা থেকে তাদের প্লট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

জানা গেছে, সংসদ সদস্যদের সবাইকে ৩ কাঠা আয়তনের একটি করে প্লট দেওয়া হবে।

১৫ সংসদ সদস্য হলেন- টাঙ্গাইল-৭ আসনের খান আহমেদ শুভ, পটুয়াখালী-৩ আসনের এস এম শাহজাদা, খুলনা-৬ আসনের মো. আক্তারুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, কুষ্টিয়া-৪ আসনের সেলিম আলতাফ জর্জ, বগুড়া-৭ আসনের মো. রেজাউল করিম বাবলু, সংরক্ষিত মহিলা ৯ আসনের বাসন্তী চাকমা।

সংরক্ষিত মহিলা ৮ আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, সংরক্ষিত মহিলা ২৬ আসনের মনিরা সুলতানা, সংরক্ষিত মহিলা ১২ আসনের উম্মে ফাতেমা নাজমা বেগম, সংরক্ষিত মহিলা ৩১ আসনের মমতা হেনা লাভলী, সংরক্ষিত মহিলা ৩০ আসনের অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার, সংরক্ষিত মহিলা ৩৬ আসনের সৈয়দা জোহরা আলাউদ্দিন, সংরক্ষিত মহিলা ৩৩ আসনের ফরিদা খানম সাকী, সংরক্ষিত মহিলা ২৫ আসনের নার্গিস রহমান।