দেশের ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় সংগঠন এফবিসিসিআই-এর ট্রান্সপোর্টেশন এন্ড কমিউনিকেশন স্ট্যান্ডিং কমিটির (লজিস্টিক অ্যান্ড কুরিয়ার সার্ভিসেস) কো-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তরুণ শিল্পোদ্যোক্তা ও বিশিষ্ট আবাসন ব্যবসায়ী এম ফখরুল ইসলাম।
তিনি ২০২৩-২৫ সালের জন্য এই পদে নির্বাচিত হয়েছেন।রবিবার (১৪ জানুয়ারি) এফবিসিসিআই এর সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়ে এম ফখরুল বলেন, ”আমার কল্পনা জগতেও ছিলনা যে আমি এত অল্প সময়ে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ও শীর্ষস্থানীয় জায়গায় কাজ করার সুযোগ পাব।
এফবিসিসিআই-এর সভাপতি ও দেশের বিশিষ্ট শিল্পপতি জনাব মাহবুবুল আলম ও সিনিয়র সহ-সভাপতি আমিন হেলালি ভাইসহ সকল শুভানুধ্যায়ীদের নিকট দোয়া পার্থনা করছি, আমি যেন অর্পিত দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারি।”
উল্লেখ্য, এম ফখরুল ইসলাম দেশের প্রতিষ্ঠিত রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ইনটেক প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি ‘রাহবার’ নামে আরেকটি হাউজিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। । এ ছাড়া রিহ্যাব এর একাধিক স্ট্যান্ডিং কমিটি সহ বেশ কিছু সামাজিক সেবামূলক সংগঠনের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি।