আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com

রিহ্যাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত »

রিহ্যাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে রাজউক চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান মিঞা উপস্থিত ছিলেন। দোয়া ও ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন রিহ্যাব প্রেসিডেন্ট মোঃ ওয়াহিদুজ্জামান। 

অনুষ্ঠানে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, অন্যান্য ভাইস প্রেসিডেন্ট, বিভিন্ন বাণিজ্য সংগঠনের নেতৃবৃন্দ, রিহ্যাবের বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ, রিহ্যাব পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দসহ প্রায় এক হাজার লোক অংশগ্রহণ করেন।

 দোয়া ও ইফতার মাহফিলে রিহ্যাব প্রেসিডেন্ট আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘নানাবিধ সমস্যা কাটিয়ে আমরা সবাই আবার একত্র হতে পেরেছি এটা আমার এবং আপনাদের কাছে খুবই আনন্দের। আমাদের আবাসন খাত দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখছে নীরবভাবে। প্রায় ৫০ লক্ষ নাগরিকের কর্মসংস্থান রয়েছে এই শিল্পে। দিন শেষে সবাই চায় একটা শান্তির আবাস। সেই শান্তির  আবাস তৈরির কাজটাই করছি আমরা।’

অনুষ্ঠানে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া বলেন, ‘একরাশ আনন্দের বার্তা নিয়ে হাজির হয়েছে, ইবাদত ও পুণ্যের ভরা মৌসুম মাহে রমজান। রমজানের আগমন-আনন্দে আমরা সবাই উদ্বেলিত ও উৎফুল্ল। এই মাসে সত্যনিষ্ঠ আবেগ ও মানবতাবোধ জেগে ওঠে মনের গভীরে। আত্মত্যাগ, সংযম সাধনা ও ধৈর্য ধারণের মাস এই পবিত্র রমজান। ক্ষমা ও সহিষ্ণুতার আলোয় উদ্ভাসিত হওয়ার সময়কাল। এই রজমানকে কেন্দ্র করে আমাদের পারস্পারিক বন্ধন আরো সুদৃঢ় হোক সেই প্রত্যাশা করছি।’

প্রধান অতিথির বক্তব্য রাজউকের চেয়ারম্যান বলেন, ড্যাপ নিয়ে কোনো সমস্যা থাকলে সেটা সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে সমাধান করা হবে। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।আগারগাঁও বিআইসিসিতে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।