বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে মৃত্যুর ঘটনায় নিহতদের স্মরণে রিহ্যাব এর পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। ৩ আগস্ট, ২০২৪ তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৪র্থ সভায় সর্বসম্মতিক্রমে এই শোক প্রস্তাব গৃহীত হয়।
রিহ্যাব পরিচালক মুহাম্মদ লাবিব বিল্লাহ্ এই শোক প্রস্তাব সভায় উত্থাপন করেন। শোক প্রস্তাব সমর্থন করেন রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট-২ মোহাম্মদ আক্তার বিশ্বাস। শোক প্রস্তাবে মৃত্যুবরণকারী সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
