আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com

রাজউকে-ড্যাপ নিয়ে শীঘ্রই রিহ্যাব এর সাথে বৈঠক »

রাজউকে-ড্যাপ নিয়ে শীঘ্রই রিহ্যাব এর সাথে বৈঠক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) খুব শীঘ্রই রিহ্যাব এর সাথে বৈঠক করবে বলে জানা গেছে।

বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপ (২০২২-২০৩৫) এর প্রজ্ঞাপন জারি হয় ২২ আগস্ট ২০২২ তারিখে। নতুন ড্যাপে ফার কমে যাওয়াতে কমে আসে ভবনের আয়তন এবং তলার সংখ্যা। ফলে ব্যাপক বৈষম্যের শিকার হন জমির মালিকরা। তলা এবং ফ্ল্যাট সংখ্যা কমে যাওয়ায় তারা তাদের জমি ডেভেলপারকে ডেভেলপ করার জন্য দিচ্ছেন না।

ইতোমধ্যে বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপ (২০২২-২০৩৫) বাতিলের দাবি জানিয়েছে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব। বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপ (২০২২-২০৩৫) কে বৈষম্যমূলক আখ্যা দিয়ে তা বাতিল করার জন্য গত ২০ আগস্ট গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এর সাথে বৈঠক করে রিহ্যাব নেতৃবৃন্দ। পরবর্তীতে ২১ আগস্ট সিরডাপ মিলনায়তনে সংবাদ সংম্মেলন করে বিষয়টি কর্তৃপক্ষের নিকট তুলে ধরে রিহ্যাব।

এদিকে বিশেষ সূত্রে জানা গেছে রাজউক, রিহ্যাব সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বৈঠক করবে। যেখানে ড্যাপের বিভিন্ন বৈষম্যমূলক বিষয়গুলো পরিবর্তন ও সংশোধন নিয়ে আলোচনা হবে। এই খাতের সাথে সংশ্লিষ্ট অনেকেই আশা করছেন বৈষম্যমূলক ড্যাপ সংশোধন হওয়ার পথে।