এবার ড্যাপ সংস্কারের দাবি জানিয়েছেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট এর নেতৃবৃন্দ। আজ জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট এর সহ–সভাপতি স্থপতি মো. আলী নকী লিখিত বক্তবে এ দাবি জানান। সংবাদ সম্মেলন সঞ্চলনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক স্থপতি নবী নেওয়াজ খান। এর আগে ২১ আগস্ট রিহ্যাব সংবাদ সম্মেলন করে ড্যাপ বাতিল করার দাবি জানায়।
সাংবাদিক সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের সভাপতি স্থপতি প্রফেসর ড. খন্দকার সাব্বির আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– সহ–সভাপতি (আন্তর্জাতিক সম্পর্ক) স্থপতি খান মো. মাহফুজুল হক জগলুল, সম্পাদক (পেশা) স্থপতি মো. নাজমুল হক বুলবুল, সম্পাদক (সেমিনার ও কনভেনশন) স্থপতি সাবরিনা আফতাব, সম্পাদক (পরিবেশ ও নগরায়ন) স্থপতি সুজাউল ইসলাম খান এবং বাস্থই ড্যাপ কমিটি সদস্য স্থপতি আমিনুল ইসলাম ইমন।
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট এর নেতৃবৃন্দ বলেন, বিশদ অঞ্চল পরিকল্পনা (২০২২–২০৩৫) ড্যাপ বাস্তবায়ন স্থগিত করে এর আইনি এবং অন্যান্য অসঙ্গতি দূর করার জন্য সংশ্লিষ্ট অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একই সাথে সংস্কারের জন্য অবিলম্বে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার দাবি জানান তারা।
এই পরিকল্পনায় শহরের পরিকল্পিত এবং অপরিকল্পিত এলাকার জন্য পৃথকভাবে ভবন নির্মাণের সীমা নির্ধারণের সূচক বা এফএআর, নির্ধারণ করা হয়েছে যা স্পষ্টত বৈষম্যমূলক। নির্দিষ্ট কিছু সুবিধাভোগী গোষ্ঠী ও ব্যক্তির স্বার্থরক্ষায় এবং অন্যায্য সুবিধা প্রদানের অভিপ্রায়ে নগরের এলাকাভিত্তিক এফএআর প্রণয়নে বৈষম্য ও অনিয়ম করা হয়েছে।
উল্লেখ্য যে , গতকাল বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বৈঠক করে রাজউক। সেখানে রাজউকের চেয়ারম্যান বলেন আগামী তিন মাসের মধ্যে ড্যাপ সংশোধন করা হবে। দেশের অর্থনীতিতে ব্যবসায়ীদের অবদানের কথা বিবচনা করে সকল ব্যবসায়ীর স্বার্থ রক্ষা করা হবে বলেও জানান তিনি।