চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে (সিডিএ) রিহ্যাব সদস্যদের জন্য ‘রিহ্যাব প্রায়োরিটি কর্নার’চালু হচ্ছে । এতে রিহ্যাব সদস্যরা সিডিএ সংক্রান্ত কাজে দ্রুত সুবিধা পাবে। রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে শনিবার রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের ২৫তম সাধারণ সভায় এতথ্য উপস্থাপন করা হয়।
সভায় সিপিডিএল এর প্রেসিডেন্ট প্রকৌশলী ইফতেখার হোসেন বলেন, সিডিএ’র সাথে রিহ্যাব এর সম্পৃক্ততা বৃদ্ধির জন্য অগ্রাধিকার ভিত্তিতে সিডিএ ভবনে একটি রিহ্যাব প্রায়োরিটি কর্ণার প্রচলনের সুযোগ পেয়েছি। এটা দ্রুত চালু করতে পারলে রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানের মালিক পক্ষ রিহ্যাব প্রায়োরিটি কর্ণারে এসে সহজে সিডিএ সংক্রান্ত সেবা গ্রহণের কাজ করতে পারবেন এবং এর মাধ্যমে সিডিএ’র সাথে রিহ্যাব সদস্যদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি হবে।
রিহ্যাব সদস্যদের উপস্থিতিতে সভায় রিহ্যাব চট্টগ্রাম জোনের প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন বলেন, পরিবর্তিত পরিস্থিতির মধ্যেও আমরা আবাসন ব্যবসায়ের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সিডিএ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম ওয়াসা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার, ট্যাক্স কমিশনার সহ অনেক দপ্তরের কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা করে আমাদের দাবি দাওয়া তুলে ধরেছি। অনেক ক্ষেত্রে আমরা এ বিষয়ে সফল হয়েছি এবং যথাযথ পদক্ষেপ গ্রহনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আবাসন ব্যবসায়ের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়, এনবিআর এবং ট্যাক্স কমিশন সহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে যথাযথ পদক্ষেপ গ্রহণের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আশা করি সকলকে সঙ্গে নিয়ে খুব শীঘ্রই রিয়েল এস্টেট সেক্টরের দাবি আদায় এবং সমস্যাগুলো সমাধান হবে।
রিহ্যাব সভাপতি বলেন, চট্টগ্রামের পাঁচতারকা হোটেল রেডিসনে আগামী ১৩-১৬ ফেব্রুয়ারি ৪ দিনব্যাপী রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার’২০২৫ আয়োজন করা হবে। আসন্ন রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫ সার্বিকভাবে সফল করার জন্য প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারনা চালানো হবে।
সভায় অন্যানের মধ্যে বক্তব্য প্রদান করেন রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান (১),মোহাম্মদ মোরশেদুল হাসান। এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য অ্যাড. আবদুল কাইয়ুম ভূঁইয়া, সৈয়দ ইরফানুল আলম, মিস শারিস্থ বিনতে নূর, নুর উদ্দীন আহমেদ, মো. মাঈনুল হাসান, রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সম্মানিত সিনিয়র সদস্য মো. জাফর, আর্কিটেক্ট মেহেদী ইফতেখার এবং রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সদস্যবৃন্দ। দেশরূপান্তর