আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com

৫ দিনব্যাপী রিহ্যাব ফেয়ার-২০২৪ শুরু হচ্ছে ২৩ ডিসেম্বর -

৫ দিনব্যাপী রিহ্যাব ফেয়ার-২০২৪ শুরু হচ্ছে ২৩ ডিসেম্বর

২৩ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন রিহ্যাব ফেয়ার-২০২৪। রাজধানীর আগারগাঁওয়ের বিআইসিসি সম্মেলন কেন্দ্রে উদ্বোধনের পরই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত দেওয়া হবে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৯টা পর্যন্ত।

পাঁচ দিনব্যাপী এ মেলায় রিহ্যাবের সদস্য প্রতিষ্ঠান ছাড়াও রড, সিমেন্ট, রং, টাইলস, ব্যাংক এবং অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন থাকবে। মেলার আয়োজনে রয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

এবারের মেলায় ২২০ টি স্টল থাকছে। গত ২৩ অক্টোবর থেকে স্টেকহোল্ডারদের চিঠি দিয়ে স্টল বরাদ্দের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে স্টল বুকিং প্রায় শেষ হয়েছে। আগামীকাল ১৭ তারিখ রাতে স্টল বরাদ্দ লটারির হবে। রিহ্যাব নেতারা আশা করছেন, গত বছর মেলা না হওয়ায় এবার ব্যাপক সাড়া পাওয়া যাবে।

মেলার আয়োজকরা জানান, মেলায় প্রবেশে দুই ধরনের টিকিট থাকছে। একবার প্রবেশের টিকিটের মূল্য ৫০ টাকা। আর পাঁচবার প্রবেশের জন্য মাল্টিপল টিকিটের মূল্য ১০০ টাকা। মেলায় প্রবেশ টিকিটের ওপর প্রতিদিন রাত ৯টায় র‌্যাফেল ড্র হবে। র‌্যাফেল ড্রতে থাকবে আকর্ষণীয় পুরস্কার।

মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।