আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com

রিহ্যাব ফেয়ার ২০২৪ এর স্টল বরাদ্দ সম্পন্ন -

রিহ্যাব ফেয়ার ২০২৪ এর স্টল বরাদ্দ সম্পন্ন

আসন্ন রিহ্যাব মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্টল বরাদ্দ সম্পন্ন হয়েছে। রিহ্যাব মেলায় এ বছর ২২০টি স্টল থাকছে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে স্টল বরাদ্দ সম্পন্ন হয়।

গোল্ড স্পন্সর, কো-স্পন্সর, জেনারেল স্টল এবং বিল্ডিং ম্যাটেরিয়াল, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে স্টল থাকবে এবারের রিহ্যাব ফেয়ারে।

স্টল বরাদ্দ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন রিহ্যাব এর প্রেসিডেন্ট মোঃ ওয়াহিদুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট ফিন্যন্স আব্দুর রাজ্জাক, মেলা কমিটির কো চেয়ারম্যান মিরাজ মোক্তাদির, রিহ্যাব ইন্টারন‍্যশানাল ফেয়ার কমিটির চেয়ারম‍্যান মোহাম্মদ আলিম উল্লাহ এবং রিহ্যাব পরিচালক শেখ কামাল। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। লটারির মাধ্যমে স্টল বরাদ্দ দেওয়া হয়। কোম্পানির প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের নামে কুপন তুলে লটারির মাধ্যমে স্টল বরাদ্দ নেন।

স্টল বরাদ্দ অনুষ্ঠান পরিচালনা করেন রিহ্যাব ভাইস প্রেসিডেন্ট-২ এবং রিহ্যাব ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আক্তার বিশ্বাস। এ বছর পাঁচ দিনব্যাপী রিহ্যাব ফেয়ার- অনুষ্ঠিত হবে ২৩-২৭ ডিসেম্বর। প্রতিবারের মত বিআইসিসি, আগারগাঁও, ঢাকাতে মেলায় রিহ্যাবের সদস্য প্রতিষ্ঠান ছাড়াও বেশ কিছু বিল্ডিং ম্যাটেরিয়ালস এবং আর্থিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

রিহ্যাব ফেয়ারে এ বছর প্রতিদিন টিভি, ফ্রিজ, মোবাইল ফোনসহ থাকছে আরও আকর্ষণীয় পুরস্কার।