পাঁচ দিনব্যাপী রিহ্যাব আবাসন মেলা শুরু হচ্ছে আগামী সোমবার। এরই মধ্যে ফেয়ার আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছেন ফেয়ার আয়োজক কমিটি। রাজধানীর বিআইসিসি সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ মেলায় থাকছে ২২০টি স্টল। তার মধ্যে আবাসন প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং নির্মাণসামগ্রীর স্টলও থাকছে।
শনিবার বিকালে বিআইসিসি সম্মেলন কেন্দ্র ঘুরে দেখা গেছে, রিহ্যাব আবাসন মেলার শেষ সময়ের প্রস্তুতি। আবাসন মেলার জন্য সম্মেলন কেন্দ্রের ভবনের সামনের অংশ নির্বাচন করা হয়েছে। মেলার আবাসন প্রতিষ্ঠানের স্টল সাজানোর জন্য করা হয়েছে বেশ কয়েকটি বিশাল তাঁবু। বিআইসিসি মূল গেটের ডানপাশেই করা হয়েছে মেলায় প্রবেশের গেট। মেলার গেট সাজানো হয়েছে আবাসনের বড় এক ফটোফ্রেমে। এর একপাশে রয়েছে বিভিন্ন স্পন্সরের লোগো। আরেক পাশে রয়েছে একটি আবাসনের ছবি ও রিহ্যাব ফেয়ার ২০২৪ লেখা। গেটের দুপাশ সাজানো হয়েছে ছোট ছোট গাছ আর রকমারি ফুলের টবে। মেলার মূল গেটের ডানপাশে রাখা হয়েছে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্টলের জায়গা।
মেলায় দুটি গেট রাখা হয়েছে। একটি প্রবেশমুখ, যেটি সম্মেলন কেন্দ্রের মূল গেটের পাশে। আরেকটি বাইরের গেট, যেটি বিআইসিসি ভবনের সামনে। মেলা প্রাঙ্গণে রাখা হয়েছে বেশ কিছু রো। মেলা প্রাঙ্গণ এমনভাবে তৈরি করা হয়েছে যে, একজন দর্শনার্থী মূল গেট দিয়ে ঢুকে মেলার সব স্টল ঘুরে দেখতে পারবেন। মেলা প্রাঙ্গণের মূল গেট দিয়ে ভেতরে ঢুকতেই দেখা যায় বিভিন্ন আবাসন প্রতিষ্ঠানের জন্য স্টল তৈরির কাজ। দেখা যায়, কেউ স্টলের জন্য বোর্ড দিয়ে ঘর তৈরি করছেন। কেউ মাথায় করে বোর্ড এগিয়ে দিচ্ছেন। কেই বোর্ড দিয়ে স্টল তৈরিতে পেরেক মারছেন। কেউ স্টলের হিসাব করছেন। একপ্রকার সবাই ব্যস্ত সময় পার করছেন।
শনিবার বিকালে দেখা যায় অধিকাংশ স্টলের কাজই শেষ পর্যায়ে। প্রতিটি স্টলের জন্য একটি করে টেবিল রাখা হয়েছে। অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানকে তাদের স্টল বুঝিয়ে দেওয়া হবে। যে যার যার মতো তাদের নিজস্ব ডিজাইনে মেলায় আগমনকারী দর্শনার্থীদের কাছে তাদের প্রোডাক্ট তুলে ধরবেন। নিজেদের স্টলকে রকমারি সাজে সাজিয়ে দর্শনার্থীদের মন কাড়বেন। সার্বিক প্রস্তুতির বিষয়ে আয়োজ কমিটি বলেন, মেলার সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।
মেলা প্রাঙ্গণকে সুন্দরভাবে সাজানো হয়েছে। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানকে যাতে কোনো ধরনের সমস্যায় না পড়তে হয় তার জন্য সব ব্যবস্থা রাখা হয়েছে। রবিবার সকালে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানকে তাদের স্টল বুঝিয়ে দেওয়া হবে। এরপর তারা তাদের মতো আকর্ষণীয় ডিজাইনে স্টল সাজাবেন।
আগামী ২৩ ডিসেম্বর সোমবার বেলা ৩ টায় বিআইসিসির হল অব ফেম-এ ফেয়ারের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। তবে প্রথম দিন ক্রেতা-দর্শনার্থীরা উদ্বোধনীর পর থেকে মেলায় প্রবেশ করতে পারবেন। বাকি দিনগুলোতে সকাল ১০টা থেকে রাত ৯ টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিগত সময়ের ধারাবাহিকতায় এ বছরের মেলাতেও দুই ধরনের টিকেট থাকছে। একটি সিঙ্গেল এন্ট্রি অপরটি মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল এন্ট্রি টিকেটের প্রবেশ মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রি টিকেটের প্রবেশ মূল্য ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকেট দিয়ে একজন দর্শনার্থী মেলার সময় ৫ বার প্রবেশ করতে পারবেন। এন্ট্রি টিকেটের প্রাপ্ত সম্পূর্ণ অর্থ দুঃস্থদের জন্য কর্পোরেট সোস্যাল রেসপনসিবিলিটির (সিএসআর) কাজে ব্যয় করা হবে। এন্ট্রি টিকেটের র্যাফেল ড্র তে থাকছে আকর্ষণীয় মূল্যবান পুরস্কার। এ বছর মেলার শেষে প্রতিদিন রাত ৯ টায় রাফেল ড্র অনুষ্ঠিত হবে। রাফেল ড্র তে ৫ দিনেই থাকবে আকর্ষণীয় মূল্যবান পুরস্কার।