
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর প্রধান কার্যালয় ঘেরাও করবে ঢাকার ক্ষতিগ্রস্থ ভূমি মালিকরা। আগামী ২০ মে মঙ্গলবার ৮:৩০ ঘটিকা হইতে মতিঝিল রাজউক অফিস ঘেরাও কর্মসূচি চালাবে ভূমি মালিকরা।
উল্লেখ্য ড্যাপ এর ফার কে কেন্দ্র করে প্রায় বন্ধ হয়ে গেছে ফ্ল্যাট নির্মাণ প্রকল্প। ফলে থমকে গেছে আবাসন খাত। ভূমি মালিকরা ব্যাপক বৈষম্যের শিকার হয়েছেন। তারা অনেক দিন হলো আন্দোলন করছেন। তারা কয়েকবার সংবাদ সম্মেলন, মানববন্ধন, স্মারকলিপি সহ বিভিন্ন কর্মসূচী দিয়েছে। রাজউকসহ বিভিন্ন দপ্তরে গেছে কিন্তু এখন পর্যন্ত কোন সমাধান হয়নি।
রিহ্যাব ওহ শুরু থেকে নানা দাবি জানিয়ে আসছে। কিন্তু ফলপ্রসু কোন সমাধান হয়নি। সম্প্রতি রাজউক এর বর্তমান চেয়ারম্যান এর নেতৃত্বে বিভিন্ন আবাসন প্রজেক্ট থেকে ৬০০ এর কাছাকাছি মিটার খুলে নিয়ে যাওয়া হয়েছে এবং ভবন এর কিছু অংশ ভেঙ্গে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে ক্ষুব্দ হয়ে উঠেছে বিভিন্ন আবাসন প্রকল্পের ব্যবসায়ী এবং বাড়ির মালিকরা। ফলে ভূমি মালিকদের রাজউক ঘেরাও কর্মসূচীতে যোগদিতে পারে ঢাকার ক্ষতিগ্রস্থ নাগরিকরাও।
ভূমি মালিকদের একজন নেতা জানান, মঙ্গলবার তারা কয়েক হাজার লোকজনের সমাবেশ ঘটাতে চান। তারা আশাবাদী তাদের সাথে ঢাকার অন্য নাগরিকরাও যোগ দিবে। রাজউককে তাদের দাবি মানতে বাধ্য করা হবে।
আবাসন প্রকল্পের একজন কর্মকর্তা জানান রাজউক এখন ঢাকা শহরের একটা মাফিয়া হয়ে উঠেছে। তাদের অবশ্যই লাগাম টেনে ধরতে হবে। এভাবে চলতে পারেনা। তার ভাষায় দুর্নীতির কেন্দ্রস্থল হয়ে উঠছে রাজউক। বিভিন্ন গণমাধ্যমে তাদের দুর্নীতির কর্মকান্ড ফাঁস হচ্ছে। ঢাকার ভূমি মালিক, ব্যবসায়ীদের নানা ধরনের জুলুম করছে রাজউক এর লোকজন। এভাবে চলতে পারে না। সরকারকে রাজউকের বিষয়ে কড়া ব্যবস্থা নিতে হবেও অভিমত তার।