আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com

রিহ্যাব নির্বাচন ১৬ ফেব্রুয়ারি, ভোটার হওয়ার শেষ তারিখ ১৭ ডিসেম্বর - »

রিহ্যাব নির্বাচন ১৬ ফেব্রুয়ারি, ভোটার হওয়ার শেষ তারিখ ১৭ ডিসেম্বর

রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে।। এ উপলক্ষে ২৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন বোর্ড। নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন বোর্ড প্রয়োজনীয় সব কার্যক্রম গ্রহণ করবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ জহিরুল হক ভূঁইয়া। তার নেতৃত্বে গঠিত নির্বাচন বোর্ড রিহ্যাবের গঠনতন্ত্র ও নির্বাচন বিধিমালা অনুসরণ করে পুরো নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবে। নির্বাচন বোর্ড আশা প্রকাশ করেছে, এবারের নির্বাচনে সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

তফসিলে উল্লেখ করা হয়েছে, ১৭ ডিসেম্বর পর্যন্ত সদস্যরা ভোটার হওয়ার সুযোগ পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে যেসব সদস্য ভোটার তালিকাভুক্ত হবেন, কেবল তারাই আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এজন্য রিহ্যাবের সদস্যদের নির্ধারিত ফি পরিশোধসহ প্রয়োজনীয় শর্ত পূরণ করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। ২৫ ডিসেম্বর প্রাথমি ভোটার তালিকা প্রকাশ করা হবে।

রিহ্যাব দেশের আবাসন ও রিয়েল এস্টেট খাতের শীর্ষ সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এই সংগঠনের নেতৃত্ব নির্বাচন খাতটির ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় আবাসন খাত নানা চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ায় এবারের নির্বাচনকে ঘিরে সদস্যদের আগ্রহ তুলনামূলকভাবে বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্টারলিট হোমস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি. সৈয়দ শামীম আজিজ বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটি দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব নির্বাচিত হবে, যারা আবাসন খাতের সমস্যা সমাধান, নীতিগত সংস্কার এবং সদস্যদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নির্বাচন বোর্ড জানিয়েছে, সময়সূচি অনুযায়ী পরবর্তী ধাপগুলো পর্যায়ক্রমে জানিয়ে দেওয়া হবে।