আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী প্ল্যান পাশ করতে রাজউক চেয়ারম্যানের সঙ্গে রিহ্যাবের নেতৃবৃন্দের সাক্ষাৎ - »

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী প্ল্যান পাশ করতে রাজউক চেয়ারম্যানের সঙ্গে রিহ্যাবের নেতৃবৃন্দের সাক্ষাৎ

অবলিম্বে জারিকৃত নতুন প্রজ্ঞাপন অনুযায়ী প্ল্যান পাশ কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছেন রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর একটি প্রতিনিধি দল। অদ্য রিহ্যাব প্রেসিডেন্ট মোঃ ওয়াহিদুজ্জামান এর নেতৃত্বে প্রতিনিধি দলটি এ সাক্ষাতে অংশ নেয়। সাক্ষাৎকালে রিহ্যাব নেতারা অবলিম্বে নতুন প্রজ্ঞাপন বাস্তবায়নের ফলে প্ল্যান পাশ কার্যক্রম দীর্ঘদিন ধরে স্থবির থাকায় আবাসন খাতে যে স্থবিরতা সৃষ্টি হয়েছে, তা রাজউক চেয়ারম্যানের দৃষ্টিতে তুলে ধরেন। তারা জানান, প্ল্যান পাশ কার্যক্রম বন্ধ থাকায় বহু আবাসন প্রকল্প আটকে রয়েছে, ফলে বিনিয়োগ, কর্মসংস্থান এবং সংশ্লিষ্ট অন্যান্য শিল্প খাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ সময় রাজউক চেয়ারম্যান বলেন, সরকার ঘোষিত নতুন প্রজ্ঞাপন বাস্তবায়নের মাধ্যমে প্ল্যান পাশ কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন আবেদন আসা মাত্র নতুন নিয়মে কাজ শুরু করার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়ার কথাও জানান।


সাক্ষাতে রিহ্যাব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি. আব্দুল লতিফ এবং ইঞ্জি. আরিফুর রহমান উপস্থিতি ছিলেন।

উল্লেখ্য, সংশোধিত ড্যাপের প্রজ্ঞাপন গত রোববার জারি করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। পাশাপাশি ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০২৫–এর প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। এত দিন ২০০৮ সালের বিধিমালা দিয়েই নির্মাণকাজ হচ্ছিল।