সুযোগ এসেছে আবার, ঘরে বসেই স্বপ্নের আবাস খোঁজার’ স্লোগানে সপ্তমবারের মতো শুরু হয়েছে ‘ডিবিএল সিরামিকস অনলাইন আবাসন মেলা’। এই মেলার মাধ্যমে গ্রাহকেরা ঘরে বসেই জমি, ফ্ল্যাট ও বাণিজ্যিক প্রকল্পের খোঁজখবর নিতে পারবেন। সাত দিনের এই মেলায় ৪৫টি আবাসন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের ৩ লাখ ১৫ হাজার কাঠা প্লট এবং ২৮৩টি প্রকল্পের ৬ হাজার ২২৫টি ফ্ল্যাট বিক্রির জন্য প্রদর্শিত হচ্ছে।
প্রথম আলো ডটকমের আয়োজনে অনলাইন আবাসন মেলাটি আজ সোমবার সকালে শুরু হয়। আর আজ বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। দেশাত্মবোধক গানের মাধ্যমে আয়োজনটির সূচনা হয়। মেলা আয়োজনের নানা দিক তুলে ধরেন প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার এ বি এম জাবেদ সুলতান। এরপর মঞ্চে আসেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।
মতিউর রহমান বলেন, ‘বর্তমানে আবাসন ব্যবসা নানাবিধ সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। অতীতেও খাতটি বিভিন্ন সংকটে পড়েছে; আবার কাটিয়েও উঠেছে। এখন রাজনৈতিক পটপরিবর্তন, অর্থনৈতিক ও ব্যাংক খাতের সমস্যার কারণে সংকট এসেছে। তার আগে ঢাকা মহানগরের জন্য নতুন বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপের কারণে সমস্যায় পড়েছে আবাসন খাত। ড্যাপ নিয়ে আপনাদের (আবাসন ব্যবসায়ী) আপত্তি আছে। এটি নিয়ে আলোচনার সুযোগ রয়েছে।’
এবারের মেলার প্রধান পৃষ্ঠপোষক ডিবিএল সিরামিকস। কৌশলগত অংশীদার আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। বিশেষ সহযোগী হিসেবে আছে আসবাবের ব্র্যান্ড হাতিল। এ ছাড়া ব্র্যাক ব্যাংক বিশেষ অংশীদার এবং ন্যাশনাল পলিমার (এনপলি) ও বিক্রয় ডটকম কোস্পনসর হয়েছে।
অনলাইন আবাসন মেলা আয়োজনের উদ্যোগকে স্বাগত জানিয়ে রিহ্যাবের সভাপতি মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘মেলাটি আমাদের সংগঠনের সদস্য ও সংযোগী শিল্পপ্রতিষ্ঠানকে সমৃদ্ধ করবে।’ তিনি বলেন, ‘২০২২ সালে প্রণীত নতুন ড্যাপের মাধ্যমে রাজধানীর আবাসন খাতে একধরনের বৈষম্য করা হয়। ফলে একেক এলাকায় ভবনের উচ্চতা একেক রকম দেওয়া হচ্ছে। এটি ব্যবসার ক্ষতি করছে। আমরা রাজউকে ড্যাপ সংশোধনের একটি প্রস্তাব দিয়েছি। তারা সে অনুযায়ী সংশোধন করলে আবাসন ব্যবসার পরিবেশ ফিরে আসবে।’
অনলাইন আবাসন মেলায় বক্তব্য রাখছেন রিহ্যাবের সভাপতি মো. ওয়াহিদুজ্জামান। আজ বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলেছবি: প্রথম আলো
ডিবিএল সিরামিকসের উপব্যবস্থাপনা পরিচালক এম এ কাদের বলেন, ‘ডিবিএল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ডিবিএল সিরামিকস আবাসন খাতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা অনলাইন আবাসন মেলার সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত।’
অনুষ্ঠানে বক্তব্য দেন হাতিলের সহকারী পরিচালক মাইশা রহমান, ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ল্যান্ডিং মো. মনিরুল ইসলাম, ন্যাশনাল পলিমারের (এনপলি) বিক্রয় পরিচালক মো. মাহমুদুল ইসলাম, বিক্রয় ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ঈশিতা শারমিন।
আরও বক্তব্য দেন রূপায়ণ হাউজিং এস্টেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আলীনূর রহমান, র্যাংগস প্রোপার্টিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহবুবুর রহমান, ক্রিডেন্স হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জিল্লুল করিম, অঙ্গন ডেভেলপমেন্টসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সাদাত হোসেন, কৃষিবিদ গ্রুপ রিয়েল এস্টেটের এমডি মো. আলী করিম বিশ্বাস, নতুনধরা অ্যাসেটসের নির্বাহী পরিচালক শাহীন মিয়া শিকদার, অ্যাডভান্সড ডেভেলপমেন্ট টেকনোলজিসের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর গোলাম মোহাম্মদ আলী, ট্রপিক্যাল হোমসের এমডি শেখ রবিউল হক, ইনটেক প্রোপার্টিজের এমডি এম ফখরুল ইসলাম, মেরিন গ্রুপের এমডি এন-ই-খোদা, স্বপ্ননিবাস অ্যাসেটসের এমডি মো. সোলায়মান শাওন এবং মাস্কট প্রোপার্টিজের প্রধান নির্বাহী কর্মকর্তা নঈম শরীফ।
অনলাইন আবাসন মেলায় বক্তব্য রাখছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। আজ বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলেছবি: প্রথম আলো
শেষে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, রিহ্যাবের সভাপতি মো. ওয়াহিদুজ্জামান ও ডিবিএল সিরামিকসের উপব্যবস্থাপনা পরিচালক এম এ কাদের। শুরুতে সংগীত পরিবেশন করেন অয়ন চাকলাদার ও আতিয়া আনিসা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, রিহ্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, পরিচালক মোবারক হোসেন, এ এফ এম উবায়দুল্লাহ, সেলিম রাজা, মুহাম্মদ লাবিব বিল্লাহ্সহ বিভিন্ন আবাসন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
অনলাইন আবাসন মেলায় বক্তব্য রাখছেন ডিবিএল সিরামিকসের ডিএমডি এম এ কাদের । আজ বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলেছবি: প্রথম আলো
এবারের অনলাইন আবাসন মেলায় অংশ নিয়েছে রূপায়ন হাউজিং এস্টেট, ট্রপিক্যাল হোমস, র্যাংগস প্রোপার্টিজ, আনোয়ার ল্যান্ডমার্ক, ভাইয়া গ্রুপ, অঙ্গন প্রোপার্টিজ, নর্থ-সাউথ গ্রুপ, ক্রিডেন্স হাউজিং, পূর্বাচল মেরিন সিটি, নতুনধরা অ্যাসেটস, কমপ্রিহেনসিভ হোল্ডিংস, আমিন মোহাম্মদ ফাউন্ডেশন, স্বপ্ননিবাস অ্যাসেটস, জেবিএস, কিউব হোল্ডিংস, কনকর্ড গ্রুপ, দোয়েল ডেভেলপমেন্ট প্রোপার্টিজ, কৃষিবিদ গ্রুপ রিয়েল এস্টেট, অ্যাডভান্সড ডেভেলপমেন্টস টেকনোলজিস, শামসুল আলামিন রিয়েল এস্টেট, জেসিএক্স, নেস্ট ডেভেলপমেন্টস, ইউনিমাস হোল্ডিংস, সুবর্ণভূমি হাউজিং, এশিয়ান ডুপ্লেক্স টাউন, মাসকট প্রোপার্টিজ, অ্যাসোর্ট হাউজিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, পারটেক্স বিল্ডার্স, ইনটেক প্রোপার্টিজ, ইনটেরিয়র প্রতিষ্ঠান ফার্নি ইত্যাদি।
abashonmela.pro ওয়েবসাইটে ৬ অক্টোবর পর্যন্ত এ মেলা চলবে।