আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com

পাঁচ দিনব্যাপী রিহ্যাব ফেয়ারের উদ্বোধন আগামীকাল, চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত -

পাঁচ দিনব্যাপী রিহ্যাব ফেয়ারের উদ্বোধন আগামীকাল, চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত

দেশের আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন ‘‌রিহ্যাব ফেয়ার ২০২৪’ শুরু হচ্ছে আগামীকাল। ঢাকার আগারগাঁওয়ে বিআইসিসিতে অনুষ্ঠেয় এ মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। এবারের মেলায় মোট ২২০টি স্টল থাকছে। এ বছর সাতটি গোল্ড স্পন্সর, ১৮টি কো-স্পন্সর, ১৮টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১০টি বিনিয়োগকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলা উপলক্ষে সম্প্রতি রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট-২ এবং ফেয়ার কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) আব্দুর রাজ্জাক, পরিচালক ও প্রেস অ্যান্ড মিডিয়া স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মুহাম্মদ লাবিব বিল্লাহ্।

রিহ্যাব ফেয়ারের উদ্বোধনী অধিবেশন ২৩ ডিসেম্বর বেলা ৩টায় বিআইসিসির হল অব ফেমে অনুষ্ঠিত হবে। এর পরপরই ক্রেতা-দর্শনার্থীরা ভেতরে প্রবেশ করতে পারবেন। বাকি দিনগুলোয় সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। এ বছর মেলায় প্রবেশ করতে দুই ধরনের টিকিট থাকছে। একটি সিঙ্গেল এন্ট্রি, অপরটি মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল টিকিটের মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল টিকিটের মূল্য ১০০ টাকা। —বিজ্ঞপ্তি