আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com

স্বপ্নের ঠিকানা খুঁজতে রিহ্যাব ফেয়ারে ভিড় -

স্বপ্নের ঠিকানা খুঁজতে রিহ্যাব ফেয়ারে ভিড়

রাজধানীসহ নগরের অধিকাংশ মানুষ ভাড়া বাড়িতে বসবাস করে। সবার জীবনে একটি বড় স্বপ্ন থাকে তার একটি সুন্দর নিজস্ব বাড়ি বা ঠিকানা হবে। যার জন্য তিল তিল করে গড়ে সারা জীবনের সঞ্চয়। আর সেই স্বপ্নের ঠিকানা খুঁজতে রিহ্যাব ফেয়ারে ভিড় করছেন অসংখ্য মানুষ। গতকাল বুধবার মেলার তৃতীয় দিন সরকারি ছুটি থাকায় দুপুরের পর থেকে ক্রেতা-দর্শনার্থীরা প্রবেশ করতে থাকেন। মেলায় দেখে শুনে কেউ কেউ পছন্দের ফ্ল্যাট-প্লট বুকিং দিচ্ছেন, কেউ খোঁজখবর নিয়ে রাখছেন যেন আগামীতে ফ্ল্যাট বা প্লট কেনা যায়। বরাবরের মতো ক্রেতা টানতে প্রতিষ্ঠানগুলোও প্লট-ফ্ল্যাট বুকিং দিলেই আকর্ষণীয় অফার দিচ্ছে। এর মধ্যে রয়েছে ভ্রমণ, উপহার কিংবা আর্থিক ছাড়। ফ্ল্যাট বুকিং দিলে দামে ছাড় দিচ্ছে কোনো কোনো প্রতিষ্ঠান।

মেলায় ২১ নম্বর স্টলে গিয়ে দেখা যায়, ইস্টার্ন হাউজিং লিমিটেড নানা আয়োজন সাজিয়ে বসেছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, ১৯৬৪ সালে যাত্রা শুরু করে আবাসন প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। ঢাকা শহরে অনেকগুলো বেসরকারি আবাসিক এলাকা, বহুতল আবাসিক ভবন ও বাণিজ্যিক ভবন বাস্তবায়ন করেছে। এ ছাড়া দেশের অনেকগুলো বড় জেলা শহরে বাণিজ্যিক শপিংমল স্থাপন করে আবাসন ব্যবসা স্থাপন করেছে।

প্রতিষ্ঠানটির টাউন প্ল্যানার ও সহকারী মহাব্যবস্থাপক মো. রবিউল আউয়াল বলেন, ঢাকা শহরের প্রতি ইঞ্চি জায়গার সর্বোত্তম ব্যবহারের জন্য টেকসই পরিকল্পনার পাশাপাশি পরিকল্পিত আবাসনের কোনো বিকল্প নেই। ডিটেইল্ড এরিয়া প্ল্যানে (ড্যাপ) আবাসিক খাতে প্রণোদনা বৃদ্ধি করে আবাসন ব্যবসাকে উৎসাহিত করার পাশাপাশি ড্যাপ বাস্তবায়ন করতে হবে ও ড্যাপে চিহ্নিত প্রশস্ত রাস্তাঘাট ও খোলা জায়গা সংরক্ষণ করতে হবে এবং নাগরিক সুবিধাগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

ক্রিডেন্স হাউজিং লি.-এর টিম লিডার নাজমুল হুদা নাহিদ বলেন, আমরা ক্রেতাদের জন্য বেশ কিছু নতুন প্রজেক্ট নিয়ে এসেছি। গুলশান, বনানী, ধানমন্ডি, লালমাটিয়াসহ ৫২টি প্রকল্পে বিক্রয়যোগ্য ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে বেশ কিছু সেমি কন্ডোমোনিয়াম ও সব নাগরিক সুবিধাসহ প্রকল্প রয়েছে। মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্তের জন্য ফ্ল্যাট প্রস্তত করে ক্রিন্ডেন্স হাউজিং লিমিটেড।

মেলায় দেশের সবচেয়ে বড় ভবন নিয়ে এসেছে ট্রপিক্যাল হোম্ লিমিটেড। রাজধানীর মালিবাগে ৪৬ কাঠা জমির ওপর ৫১ তলা ভবন তৈরি করছে এই প্রতিষ্ঠানটি। ভবনের ছয়তলা হবে বেজমেন্ট এবং পুরোটাই কার পার্কিং সম্পন্ন ভবন হবে বাণিজ্যিক। ঢাকা ক্যান্টনমেন্ট, উত্তরা, টঙ্গী, বনশ্রী, মতিঝিল, ফকিরাপুল, আফতাবনগর, মাটিকাটা, বসুন্ধরা, মিরপুরসহ ঢাকার বিভিন্ন লোকেশেন আবাসিক প্রকল্প করছে ট্রপিক্যাল হোমস্।

প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার রাকিব হোসেন বলেন ‘মেলায় দারুণ সাড়া পাচ্ছি আমরা’। মেলায় বিভিন্ন ধরনের ছাড় দেওয়ার কথাও বলেন তিনি।

মেলায় অংশ নিয়েছে রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামানের প্রতিষ্ঠান জাপান গার্ডেন সিটি লি.। প্রতিষ্ঠানের মার্কেটিং ম্যানেজার মো. মাকসুদুর রহমান বলেন, মেলায় ইতিবাচক সাড়া পাচ্ছি। বুধবার ছুটির দিন হওয়ায় ক্রেতা সমাগম বেশ ভালো বলে জানান তিনি।

মেলায় ছোট এবং মাঝারি ফ্ল্যাটের ১১টি চলমান প্রকল্প নিয়ে এসেছে এমএইচএম প্রপার্টিজ লিমিটেড। মিরপুর, কল্যাণপুর, আফতাবনগর ও বসুন্ধরা আবাসিক এলাকায় বিভিন্ন সাইজ এবং ধরনের ফ্ল্যাট রয়েছে তাদের। মেলা উপলক্ষে ১০ শতাংশ ছাড় ও স্পট বুকিংয়ে এসিসহ বিভিন্ন ধরনের গিফট দিচ্ছে তারা। তৃতীয় দিনে মেলা পরিদর্শন করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ আবু তাহের।

এবারের মেলায় ২২০টি স্টল রয়েছে। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ খোলা। মেলায় প্রবেশে সিঙ্গেল টিকিট ৫০ আর মাল্টিপল টিকিটের মূল্য ১০০ টাকা। মেলা শেষ হবে আগামী ২৭ ডিসেম্বর রাত ৯টায়।

মেলায় ফ্ল্যাট বুকিং দিলেই ৫ লাখ টাকা ছাড় দিচ্ছে আরমা রিয়েল এস্টেট লি.। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) আবদুর রাজ্জাক বলেন, আমরা তুলনামূলকভাবে কম লাভে ফ্ল্যাট বিক্রি করি। মেলা উপলক্ষে প্রতি ফ্ল্যাটে ৫ লাখ টাকা ছাড়ের কথা বলেন তিনি।