রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত সোমবার থেকে চলছে পাঁচ দিনব্যাপী রিহ্যাব ফেয়ার ২০২৪। এ আয়োজনের গোল্ড স্পন্সর ক্রিডেন্স হাউজিং লিমিটেডের ১ নম্বর স্টলটি ক্রেতা-দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশিসংখ্যক অর্থাৎ ৫২টি প্রকল্প নিয়ে এবারের রিহ্যাব মেলায় অংশগ্রহণ করেছে। এসব প্রকল্প রাজধানীর গুলশান, ধানমন্ডি, বনানী, মোহাম্মদপুর, লালমাটিয়া, কলাবাগান, মনিপুরীপাড়া, সিদ্ধেশ্বরী ও বেইলি রোডের মতো প্রাইম লোকেশনে অবস্থিত।
ক্রিডেন্সের বিক্রয় প্রধান রেজাউল করিম জানান, প্রতিষ্ঠানটি ইউরোপ-যুক্তরাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়ে প্রতিটি অ্যাপার্টমেন্ট নির্মাণে সর্বাধুনিক ডিজাইন ও সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিত করে থাকে। এজন্য এসব প্রকল্প ক্রেতাদের আগ্রহের শীর্ষে থাকে। পাশাপাশি সব ধরনের নির্মাণসামগ্রীর গুণগতমান নিশ্চিত করা হয়, যা ইচ্ছেমতো যাচাই-বাছাইয়ের সুযোগ রয়েছে।
রিহ্যাব মেলা চলাকালে ক্রেতাদের জন্য বনানী, ধানমন্ডি ও লালমাটিয়াসহ বিভিন্ন প্রাইম লোকেশনের প্রকল্পগুলো পরিদর্শনে নিজস্ব ব্যবস্থাপনা রেখেছে ক্রিডেন্স কর্তৃপক্ষ।