আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com

এস এ খালেকের (সাবেক এম.পি) পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানালো রিহ্যাব নেতৃবৃন্দ -

এস এ খালেকের (সাবেক এম.পি) পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানালো রিহ্যাব নেতৃবৃন্দ

এস এ খালেক প্রপার্টি ডেভেলপমেন্ট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ আবু বকর সিদ্দিক এর শ্রদ্ধেয় পিতা জনাব এস এ খালেক (সাবেক এম.পি) গতকাল ৫ জানুয়ারি বিকাল ৪টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।             

আজ ৬ জানুয়ারি রিহ্যাব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল এস এ খালেক প্রপার্টি ডেভেলপমেন্ট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ আবু বকর সিদ্দিক এর বাসায় গিয়ে তার পিতা  মরহুমে এস এ খালেকের (সাবেক এম.পি) শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি-সহমর্মিতা  জ্ঞাপন করেন। 

রিহ্যাব নেতৃবৃন্দ এস এ খালেক প্রপার্টি ডেভেলপমেন্ট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ আবু বকর সিদ্দিক হাতে রিহ্যাব এর পক্ষ থেকে আনুষ্ঠানিক শোক বার্তা তুলে দেন। রিহ্যাব নেতৃবৃন্দ পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহু্ তায়ালার নিকট তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন । প্রতিনিধি দলে রিহ্যাব পরিচালক মোঃ কামরুল ইসলাম, এ.এফ.এম.উবায়দুল্লাহ, মিয়া সেলিম রাজা পিন্টু ও রিহ্যাব সদস্য মো: আশিকুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।