আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com

হোটেল পূর্বাণীতে রিহ্যাব-এনবিআরের সভা ১১ নভেম্বর »

হোটেল পূর্বাণীতে রিহ্যাব-এনবিআরের সভা ১১ নভেম্বর

প্রথমবারের মতো রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক যৌথ আলোচনা সভার আয়োজন করেছে। আগামী ১১ নভেম্বর, শনিবার বেলা ১১টায় রাজধানীর মতিঝিলে হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালে এ সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় বাংলাদেশের আবাসন শিল্পের সংকট উত্তরণে কয়েক দফা দাবী ও বেশ কিছু প্রস্তাবনা সমূহ তুলে ধরা হবে বলে রিহ্যাব সূত্রে জানা গেছে।

রিহ্যাব কর্মকর্তারা বলেন, এছাড়াও সভায় আগামী বাজেটে ভ্যাট, ট্যাক্স ও আয়করের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।

রিহ্যাব প্রেসিডেন্ট মো. আলমগীর শামসুল আলামিন (কাজল) এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান, এনবিআর সদস্য (ভ্যাট) ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, সদস্য (ইনকাম ট্যাক্স) মো. পারভেজ ইকবাল। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সাউথ ব্রিজ হাউজিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. আনিসুর রহমান খান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী (শাওন) এবং ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লিয়াকত আলী ভূইয়া। এছাড়াও থাকবেন এনবিআর ও রিহ্যাবের বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ।

সম্পাদনা: আরএ/আরবি/জেডএইচ