যে সকল ডেভেলপার ও হাউজিং প্রতিষ্ঠান রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর সদস্য পদ গ্রহণ করেননি, তাদের অবিলম্বে সদস্য পদ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। এক সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে এই আহ্বান জানায় রিহ্যাব। আবাসন শিল্পের সাথে সংশ্লিষ্ট ডেভেলপার ও হাউজিং প্রতিষ্ঠান সূমহের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এই আহ্বান জানায় সংগঠনটি।
সোমবার (৬ নভেম্বর) আবাসন বার্তা’র প্রতিনিধির কাছে প্রাপ্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা সংশ্লিষ্ট সকলকে অবহিত করা যাচ্ছে যে, বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বাণিজ্য সংগঠন অধ্যাদেশ ১৯৬১ এর ১৩ (১) ধারার বিধান মতে সকল ডেভেলপার ও হাউজিং প্রতিষ্ঠানকে রিহ্যাবের সদস্য পদ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। এই সদস্য পদ ব্যতিরেকে কোনো ডেভেলপার প্রতিষ্ঠানের কার্যক্রম অবৈধ হিসেবে বিবেচিত হবে।
আবাসন শিল্পের সাথে সংশ্লিষ্ট ডেভেলপার ও হাউজিং প্রতিষ্ঠান সূমহের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এই আদেশ অনুসারে রিহ্যাবের সদস্য পদ গ্রহণ করতে হবে। অদ্যাবধি, যে সকল ডেভেলপার ও হাউজিং প্রতিষ্ঠান রিহ্যাবের সদস্য পদ গ্রহণ করেননি, তাদের অবিলম্বে সদস্য পদ গ্রহণের জন্য আহ্বান জানানো হচ্ছে। রিহ্যাব অফিসের প্রধান কার্যালয়ের ঠিকানা নিম্নরুপ।
Fax : 88–02–9614606.
Email : info@rehab-bd.org
Web : www.rehab-bd.org